পুরনো বিতর্কে সমালোচিত বিজয়
দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। ক্যারিয়ারে এ দীর্ঘ সময়ে ভক্তদের উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা। কাজের পাশাপাশি ব্যক্তিগত কাজ নিয়েও মাঝে মধ্যে আলোচনায় উঠে আসেন বিজয়। এবার পুরোনো বিতর্কের কারণে ফের সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ইতোমধ্যে ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, থালাপাতি বিজয় ২০০৫ সালে বিলাসবহুল একটি গাড়ি কেনেন। ৬৩ লাখ রুপিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গাড়িটি আমদানি করেন তিনি। পরে তামিলনাড়ুর বাণিজ্যিক কর বিভাগ গাড়িটি আমদানি বাবদ কর পরিশোধের নির্দেশ দেয়। পরে কর মওকুফ চেয়ে মাদ্রাজ আদালতে বিজয়ের পক্ষে একটি মামলা করা হয়।
এরপর আদালতের নির্দেশে ৭ লাখ ৯৮ হাজার ৭৫ রুপি কর পরিশোধ করেন বিজয়। এটি ২০২১ সালের সেপ্টেম্বরের ঘটনা। কিন্তু একই বছরের ডিসেম্বরে তামিলনাড়ুর বাণিজ্যিক কর বিভাগ বিজয়কে ৩০ লাখ ২৩ হাজার ৬০৯ রুপি জরিমানা করেন।
২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত কর না দেওয়ার কারণে এ জরিমানা করে কর বিভাগ। এরপর বিজয়ের পক্ষ থেকে পিটিশন দায়ের করা হয়। তারপর বিষয়টি নেটদুনিয়ায় চলছে সমালোচনা। অনেকের প্রশ্ন— বিজয়ের মতো তারকা কীভাবে কর ফাঁকি দেন!
এ ছাড়া এ বিষয়ে বিজয়ের আইনজীবী সংবাদমাধ্যমটিকে জানায়, বাণিজ্যিক কর বিভাগ ২% হারে জরিমানা করতে পারে। কিন্তু তারা ৪০০% হারে জরিমানা করেছে। কোর্টে প্রতিষ্ঠানটি আদালতকে অনুরোধ করেছে, বিলম্বিত কর যাতে পরিশোধ করেন বিজয় এবং তারপর আদালত যেন মামলাটি খারিজ করে দেন।