শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
N2N Online TV
সোমবার, ১৪ মার্চ ২০২২
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » এক যুগ পর হিলি স্থলবন্দর দিয়ে পাটের বীজ আমদানি
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » এক যুগ পর হিলি স্থলবন্দর দিয়ে পাটের বীজ আমদানি
১৫৪ বার পঠিত
সোমবার, ১৪ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক যুগ পর হিলি স্থলবন্দর দিয়ে পাটের বীজ আমদানি

---

শত বাধা আর অপেক্ষার এক যুগ পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাটের বীজ আমদানি শুরু হয়েছে। দীর্ঘদিন পর পাটের বীজ আমদানি হওয়ায় খুশি আমদানিকারক ও ব্যবসায়ীরা।

রোববার (১৩ মার্চ) হিলি স্থলবন্দরে একে একে ৬টি ভারতীয় ট্রাক ১২৬ মেট্রিক টন পাটের বীজ নিয়ে হিলি স্থলবন্দরে প্রবেশ করে। এর আগে শনিবার (১২ মার্চ) আমদানি হয় ৫টি ট্রাকে ১২০ মেট্রিক টন বীজ।

এসব পাটের বীজ আমদানি করেছেন হিলি স্থলবন্দরের আমদানিকারক আজিজুল হক রেন্টু। জানতে চাইলে তিনি বলেন, দেশি বাজারে পাট বীজের চাহিদা থাকায় হিলি স্থলবন্দরে ভারত থেকে এই বীজ আমদানি শুরু হয়। তবে ২০০৮ সাল থেকে বন্ধের পর এই বন্দর দিয়ে পাটবীজ আমদানি হয়নি।

আমদানির প্রথম শর্তই হচ্ছে, কোনো খাদ্যদ্রব্য অথবা বীজ আমদানি করতে হলে অবশ্যই তাকে ইম্পোর্ট পার্মিট অর্থাৎ (আইপি) অনুমতিপত্র নিতে হবে। তা ছাড়া কোনোভাবেই এলসি খোলা যাবে না। তারপরও দীর্ঘদিন পর হলেও বীজ আমদানি অনুমতি পেয়ে আমদানিকারকরা অনেক খুশি। আমদানিকৃত পাটবীজগুলো দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন, ‘যেকোনো পণ্য আমদানি বন্ধ করা খুব সহজ, তবে পুনরায় সেটি চালু করা অনেক কঠিন। হঠাৎ করে কোনো পণ্য আমদানি বন্ধ হয়ে গেলে আমরা আমদানিকারকরা অনেক ক্ষতিগ্রস্ত হই। কারণ, পণ্য আমদানি করি আমরা নগদ টাকা দিয়ে। পণ্য আমদানির পর অনেক সময় সেগুলো বাকিতে বিক্রি করতে হয়। যদি হঠাৎ করে আমদানি বন্ধ হয়ে যায়, তাহলে সে টাকাগুলো তুলতে আমাদের কষ্ট হয়ে যায়। তাই কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ কোনো পণ্য বন্ধ করার আগে বিবেচনা করা উচিত।’

পাট বীজ আমদানির বিষয়ে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা মো. ইউসুফ আলী বলেন, বাংলাদেশের কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মোহাম্মদ বখতিয়ারের নেতৃত্বে চার সদস্যের কৃষি মন্ত্রণালয়ের পরিদর্শক টিম ৬ মার্চ হিলিতে আসেন, পরবর্তী সময়ে ৭ মার্চ কৃষি মন্ত্রণালয়ের মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক বেনাপোল এবং বুড়িমারি পোর্টের পাশাপাশি হিলি বন্দর দিয়ে পাট বীজ আমদানির চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

পাটবীজ আমদানির বিষয়ে হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, দীর্ঘদিন পর শনিবার (১২ মার্চ) থেকে হিলি স্থলবন্দরে ভারত থেকে পাটবীজ আমদানি শুরু হয়েছে। পাটের বীজগুলো বন্দরের শেডে আনলোড করে রাখা হয়েছে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এস এম নুরুল আলম খান জানান, ২০০৮ সালের পর এই প্রথম ভারতীয় পাটবীজ আমদানি শুরু করেছেন আমদানিকারকরা। এসব বীজ বন্দরের শেডে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে বীজ আমদানিকারকদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, বিনা শুল্কে আমদানিকারকরা বন্দর দিয়ে পাটের বীজ আমদানি করতে পারছেন।



আর্কাইভ