সোমবার, ১৪ মার্চ ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » রুশ বাহিনীর চার বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বাহিনীর চার বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর চারটি বিমান, তিনটি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি মনুষ্যবিহীন বিমানকে সফলভাবে ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন।
সোমবার (১৪ মার্চ) বিবিসির খবরে এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একজন স্টাফ।
এক বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়ার লজিস্টিক সরবরাহব্যবস্থা ব্যাহত করতে এবং রাশিয়ার ফিল্ড ঘাঁটি ও গুদামগুলোয় ‘ক্র্যাশিং স্ট্রাইক’ শুরু করেছে ইউক্রেন বাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার সেনারা নতুন করে কোনো কিছু অর্জন করতে পারেনি। তারা এখন আগে দখলকৃত সীমানা একত্রীকরণ ও রক্ষণাবেক্ষণের ওপর জোর দিচ্ছে।
বিবৃতি অনুযায়ী, বেসামরিক অবকাঠামোয় এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানেও রাশিয়ান বাহিনী গুলি চালাতে, অস্ত্র ও সামরিক সরঞ্জাম মোতায়েন করতে ব্যবহার করছে। প্রতিযোগিতায় নেমে রাশিয়া অনেক নিচে নেমে গেছে।
রাশিয়া ইউক্রেনে চালানো সামরিক অভিযানে ১৩ হাজার সেনা হারিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (১৩ মার্চ) ইউক্রেনের পক্ষ থেকে আবারও রাশিয়ার ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরা হয়।
এক ভিডিওবার্তায় জেলেনস্কি জানান, এ যুদ্ধে রাশিয়ার ১ হাজার সামরিক যান, ৭৪টি যুদ্ধবিমান এবং ৮৬টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, মারিওপোলের ৮০ কিলোমিটার দূরে খাদ্য, পানি, ওষুধ নিয়ে একটি ত্রাণবহর অপেক্ষা করছে। কিন্তু রুশ বাহিনী তা আটকে দিয়েছে।
ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানের কারণে ঘরছাড়া মানুষ একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি জমাচ্ছেন প্রতিবেশী দেশগুলোয়। জাতিসংঘের সবশেষ তথ্যানুযায়ী এ পর্যন্ত ইউক্রেন ছেড়েছেন প্রায় ২৭ লাখ মানুষ। যার মধ্যে শুধু পোল্যান্ডেই আশ্রয় নিয়েছেন ১৬ লাখের বেশি।