রবিবার, ১৩ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলকে প্রবাসীদের অভ্যর্থনা
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলকে প্রবাসীদের অভ্যর্থনা
দীর্ঘ যাত্রা শেষে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার (১৩ মার্চ) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পৌঁছায় মুমিনুল হকের দল।
বাংলাদেশ থেকে তিন ভাগে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়েন ক্রিকেটাররা। গতকাল সকালে শুধু টেস্ট দলের দলের সদস্যরা যাত্রা শুরু করেন। রোববার (১৩ মার্চ) স্থানীয় সময় ভোরে দীর্ঘ যাত্রা শেষে কেপটাউনে পৌঁছায় বাংলাদেশ দল। টেস্ট সিরিজ শুরুর আগে কেপটাউনে গ্যারি কারস্টেনের একাডেমিতে অনুশীলন ক্যাম্প করার কথা রয়েছে দলের।
পুরো অনুশীলন তত্ত্বাবধান করবেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। সাবেক প্রোটিয়া ক্রিকেটার জাস্টিন কেম্পও তাকে সহায়তা করবেন। বাংলাদেশ দল কেপটাউনে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিরা উষ্ণ অভ্যর্থনা জানায়। অতীত অভিজ্ঞতা ভালো না হলেও, এবার দল ভালো করবে বলে বিশ্বাস তাদের।
এদিকে অভ্যর্থনা জানাতে এসে এক প্রবাসী বাংলাদেশি বলেন, ‘দীর্ঘ সাড়ে চার বছর পর বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকায় এসেছে, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি। সাকিব আল হাসান আসার কথা শুনে আমাদের অনেক ভালো লাগছে। সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন এবং আমরা আশা করি বাংলাদেশ এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় লাগবে।’
‘বাংলাদেশ অনেক দিন পর দক্ষিণ আফ্রিকায় এসেছে তাতে আমরা অনেক আনন্দিত। আশা করি, আমরা জিতব ইনশাআল্লাহ। গতবার যেহেতু ভালো করতে পারেনি, সুতরাং আমরা প্রত্যাশিত বাংলাদেশ এবার অনেক ভালো করবে’ বলছিলেন দক্ষিণ আফ্রিকায় থাকা বাংলাদেশি এক সমর্থক।
দক্ষিণ আফ্রিকা সফরে ১৮ মার্চ থেকে শুরু হবে প্রথম ওয়ানডে। পরের দুটি যথাক্রমে ২০ আর ২৩ মার্চ। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে।