শনিবার, ১২ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | বন্দর | শিরোনাম » বন্দরে মিশুক ছিনতাইকালে ২ ছিনতাইকারী আটক
বন্দরে মিশুক ছিনতাইকালে ২ ছিনতাইকারী আটক
বন্দরে অটো মিশুক চালককে পিটিয়ে মিশুক ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় জনতা ২ অটো ছিনতাইকারিকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটকৃত অটোছিনতাইকারিরা হলো বন্দর উপজেলার চর-ঘারমোড়া এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে মিনহান (১৮) ও একই উপজেলার আলীনগর এলাকার মামুন মিয়ার ছেলে শিপলু (১৯)।
শুক্রবার রাত ১০টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী কবরস্থান রোড এলাকা থেকে ওই দুই অটো ছিনতাইকারিকে আটক করে পুলিশ সোর্পদ করা হয়। এ ব্যাপারে মিশুক চালক ফারুক মিয়া বাদী হয়ে আটককৃত দুই ছিনতাইকারিসহ অজ্ঞাত নামা ১৪/১৫ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৫(৩)২২।
জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার মৃত সৈয়দ আলী মিয়ার ছেলে ফারুক মিয়া জিবীকার তাগিদে দীর্ঘ দিন ধরে অটো মিশুক চালিয়ে জীবন যাপন করে আসছে। প্রতিদিনের ন্যায় গত শুক্রবার রাতে ফারুক মিয়া মিশুক চালিয়ে বুরুন্দী কবরস্থান রোডস্থ গ্যারেজে আসলে ওই সময় উৎপেতে থাকা ছিনতাইকারি মিনহাজ ও শিপলুসহ অজ্ঞাত ১৪/১৫ জনের একটি সংগবদ্ধ ছিনতাইকারি দল মিশুক চালককে রাস্তা গতিরোধ করে।
পরে উল্রেখিত মিশুক চালককে বেদম ভাবে পিটিয়ে মিশুক ছিনিয়ে নেওয়ার সময় চালকের আত্মচিৎকার শুনে স্থানী এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে দুই ছিনতাইকারিকে আটক করতে সক্ষম হলেও বাকি ছিনতাইকারিরা কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে ভ’ক্তভোগী মিশুক চালক বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ আটককৃতদের ওই মামলায় আদালতে প্রেরণ করেছে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জানান, মিশুক ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় দুই ছিনতাইকারিকে আটক করা হয়েছে। বাকি ছিনতাইকারিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।