শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শনিবার, ১২ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ‘এটা হয়তো আমার সেরা মৌসুম হবে’
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ‘এটা হয়তো আমার সেরা মৌসুম হবে’
১২৭ বার পঠিত
শনিবার, ১২ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘এটা হয়তো আমার সেরা মৌসুম হবে’

---

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে একাই উড়িয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। তার দ্বিতীয় হাফে ম্যাজিক্যাল হ্যাট্রিকের কারণে পিএসজিকে অ্যাগ্রিগেটে ৩-২ ব্যবধানে হারায় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। অনেকেই বলছেন, বেনজেমার সময় শেষ। তবে তা মানতে নারাজ ফরাসি এই তারকা।

রোনালদো ক্লাব ছাড়ার পর বড় খেলোয়াড়ের অভাবে ভুগছিল রিয়াল মাদ্রিদ। তবে ৩৪ বছর বয়সী বেনজেমা মনে করিয়ে দিলেন, তিনিও খেলার মোড় ঘুড়িয়ে দিতে পারেন। যেখানে ৩৪ পেরিয়ে বেনজেমাকে নিয়ে কেউ কল্পনা করতে পারেনি যে, এমন ম্যাচে জ্বলে উঠবেন তিনি, ঠিক তখনই এক অবিশ্বাস্য কাজ করে দেখালেন তিনি। এ নিয়ে স্প্যানিশ এক টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন বেনজেমা। সেখানে তিনি বলেন, মানুষ কী বলছে তাতে তার আসে-যায় না। কারণ, তিনি ভাবেন, এটাই তার সেরা মৌসুম হতে চলেছে।

রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেনজেমা জানিয়েছেন, ‘আমি জানি না এটা আমার সেরা ম্যাচ কি না। কারণ, লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথা মনে আছে। যদি এটা সেরা হয়ও–গোলের কারণে। কারণ, তিনটা গুরুত্বপূর্ণ গোল করেছি, কামব্যাক ছিল, আমরা ২-০-তে পিছিয়ে ছিলাম। এটা অনেক বড় ম্যাচ ছিল খেলোয়াড়দের জন্যও। এটা হয়তো আমার সেরা মৌসুম হবে; কারণ, প্রতিবার আমি আগেরটার চেয়ে ভালো করতে চাই। আর আমি এখন ভালো পথে আছি।আমি খুশি ও গর্বিত; কিন্তু এটা পুরো দলের জন্য হয়েছে। দল, যারা মাঠে ছিল অথবা ছিল না, কিন্তু সতীর্থদের সহযোগিতা করেছে। এ ছাড়া কোচ, সমর্থকরা–এটা সবার জন্যই জাদুকরী রাত ছিল।’

এই হ্যাটট্রিক দিয়ে বেশ কয়েকটি রেকর্ডও নিজের করে নিয়েছেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩০৯টি গোল করেছেন তিনি। ছাড়িয়ে গেছেন ক্লাবের কিংবদন্তি ডি স্টেফানোকে। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০টি গোল করেছেন বেনজেমা। ফরাসি এই তারকা বলন, এটাই হতে পারে তার সেরা মৌসুম।

বেনজেমা বলেছেন, ‘এটা একটা স্বপ্ন। কারণ, ডি স্টেফানো মাদ্রিদের কিংবদন্তি। আমার মনে আছে, প্রথম যখন এখানে এসেছি, তিনি প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন, আমাকে জড়িয়ে ধরেছিল। উনি কিংবদন্তি। তার জায়গায় যেতে পারা আমাকে গর্বিত করেছে, আরও উঁচুতে যেতে এটা শক্তি দেবে।’

এদিকে রিয়াল মাদ্রিদের হয়ে বেনজেমার গোলসংখ্যা এখন ৩০৯টি। তার উপরে আছে এখন শুধু রাউল গঞ্জালেজ (৩২৩ গোল) ও ক্রিস্টিয়ানো রোনালদো (৪৫০ গোল)।



আর্কাইভ