শনিবার, ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » বরিশালে মুখোমুখি রাজনীতিক-প্রশাসন
বরিশালে মুখোমুখি রাজনীতিক-প্রশাসন
বরিশাল সিটি মেয়রের বিরুদ্ধে মামলার প্রতিবাদে দিনভর আন্দোলন করেছে সিটি করপোরেশন কর্মী ও আওয়ামী লীগ নেতারা। বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগও। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে কাজ বন্ধ রেখেছে সিটি করপোরেশন কর্মীরা।
ব্যানার-পোস্টার ছেঁড়া নিয়ে উত্তেজনা যেন শেষই হচ্ছে না বরিশালে। শনিবার (২১ আগস্ট) বেলা ১২টায় নগর ভবনের সামনে প্রতিবাদী মানববন্ধনের ডাক দেয় পরিচ্ছন্নতাকর্মীরা। তবে, সকাল ১০টা থেকেই বিক্ষুব্ধ কর্মীদের পদচারণায় মুখর সদর রোড। তাদের সাথে একাত্মতা জানান নগর ভবনের কর্মকর্তারা। অভিযোগ করেন, পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে গিয়ে ইউএনও’র নির্দেশে হামলার শিকার হয়েছেন তারা।
মামলা থেকে সিটি মেয়রের নাম প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে কাজ বন্ধ রেখেছে সিটি করপোরেশনের কর্মীরা।
গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে বিকেলে বরিশাল ক্লাব মিলনায়তনে মানববন্ধন করেন বিভাগের সব মেয়র ও উপজেলা চেয়ারম্যান।
এদিকে, মহানগর আওয়ামী লীগ নেতা শেখ সাঈদ আহম্মেদ মান্নাকে গ্রেপ্তার করেছে র্যাব। মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের দাবি, মামলার ২৭ নম্বর আসামি নাদের আলী মারা গেছেন ২০ বছর আগে। আবার যিনি ঘটনার দিন বরিশালে ছিলেন না, তাকেও মামলার আসামি করা হয়েছে।
তবে পুলিশের দাবি, অযথা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হচ্ছে না। তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।
বুধবার রাতে উপজেলা চত্বরে পোস্টার ও ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে সহিংসতার ঘ্টনা ঘটে বরিশাল সদরে।