শুক্রবার, ১১ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » রাঙ্গামাটিতে বিদ্যুৎ সংযোগে আলোকিত বাঘাইছড়ির দুর্গম ৭টি গ্রাম
রাঙ্গামাটিতে বিদ্যুৎ সংযোগে আলোকিত বাঘাইছড়ির দুর্গম ৭টি গ্রাম
জেলার বাঘাইছড়ি উপজেলায় আজ দুর্গম সাতটি গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে সাতটি গ্রামের প্রায় একহাজার পরিবার বিদ্যুৎ সেবার আওতায় এসেছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১২টায় খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
রাঙ্গামাটিতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমান, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা, বাঘাইছড়িতে বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী সুগত চাকমা প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় বিদ্যুৎ উন্নয়ন বাস্তবায়ন প্রকল্পের আওতায় রাঙ্গামাটি বিদ্যুৎ বিভাগ এ কার্যক্রম বাস্তবায়ন করেছে। এ প্রকল্পের আওতায় বাঘাইছড়ি উপজেলার তালুকদার পাড়া, জীবতলী, শিলোমুড়া, রাবার বাগান, মধ্যম বাঘাইছড়ি ও বাঘাইছড়ি পৌরসভার একাংশের প্রায় একহাজার পরিবার নতুন বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছেন।