বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » অনেক কাজ করেছি, চলমান কাজগুলো দ্রুত শেষ করতে পারবো : আইভী
অনেক কাজ করেছি, চলমান কাজগুলো দ্রুত শেষ করতে পারবো : আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সাধারণত স্থানীয় সরকার মন্ত্রীরা অনেক ব্যস্ত থাকেন। তবে আমাদের মন্ত্রী যেভাবে ছোট ছোট জিনিস খেয়াল রাখছেন। অনেকসময় বড় প্রোজেক্ট করেও আমরা প্রশংসা পাই না তবে ছোট ছোট বিষয় নিয়ে অনেক কথা শুনতে হয়।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে নগরভবনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের সাথে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।
এসময় মেয়র বলেন, বিভিন্ন ক্ষেত্রে ভয়ভীতি কাজ করলেও এ শহরের মানুষ কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ মানুষ। আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমাদের এ জেলার সকল থানার মানুষই অন্যরকম। তবে এটা সত্য, নারায়ণগঞ্জ বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় চলে আসে। কারন ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলার লোক নারায়ণগঞ্জে বসবাস করে। এর কারনে বিভিন্ন ভাবে আমরা জাতীয় রাজনীতিতে শিরোনাম হয়ে যাই। করোনাকালেও নারায়ণগঞ্জ হটস্পট ছিল। কিন্তু নারায়ণগঞ্জের ইতিহাস অত্যন্ত ইতিবাচক৷ এ বাংলার রাজধানী ছিল সোনারগাঁও।
তিনি বলেন, আমরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে একটা পর্যায়ে নিয়ে যেতে চাই এবং সেটা আপনাদের নেতৃত্বে। আপনি যে ছোট ছোট বিষয়গুলো খেয়াল করেন তার প্রমান হল করোনার সময় ভার্চুয়াল সভা করে আমরা যে খাদ্য সামগ্রী বিতরণ করছি সেটা সহ বিভিন্ন দিকনির্দেশনা তিনি দিয়েছেন। আমি একটানা আঠারো বছর যাবৎ এখানে আছি। তবে আমি এই প্রথম কোন মন্ত্রীকে দেখলাম আমাদের সাথে সকল বিষয়ে দিকনির্দেশনা দিয়ে আলোচনা করেন। জলাবদ্ধতা নিয়েই তিনি আমাদের দিকনির্দেশনা দিয়েছেন।
আইভী আরও বলেন, আমরা অনেক কাজ করেছি। চলমান কাজগুলোও আমরা খুব দ্রুতই শেষ করতে পারব বলে আশা করছি।