বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » নারীর পিছিয়ে থাকার বড় কারণ সহিংসতার ভয়: শিক্ষামন্ত্রী
নারীর পিছিয়ে থাকার বড় কারণ সহিংসতার ভয়: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘নারীরা পিছিয়ে থাকার পেছনে বড় কারণ সহিংসতার ভয়। নারীদের পদে পদে ধর্ষণের ভয়। আমার মনে হয় এই জায়গাটা খুব গোলমেলে জায়গা।’
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নারী দিবস উপলক্ষে পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আয়োজিত ‘টেকসই উন্নয়নে জেন্ডার সমতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘একজন নারীকে যদি একটি বন্য পশু আক্রমণ করে তাহলে তার সম্ভ্রম যায় না। কিন্তু একটি নারীকে যদি একটি মানুষরূপী পশু আক্রমণ করে তাহলে তার সম্ভ্রম যায়। সম্ভ্রম নারীর কোনো বিষয়ের সঙ্গে বাস করে না। মানুষরূপী যে পশুটি তাকে আক্রমণ করেছে তার সম্ভ্রম নেই।’
দিপু মনি বলেন, ‘একজন নারী ধর্ষিত হলে কেন তার জীবন নষ্ট হয়ে যাবে। কেন সে সমাজে মুখ দেখাতে পারবে না, কেন আইনের কাছে গেলে বারবার তাকে আরও ভিক্টিমাইজ হিসেবে জানা হবে। কেন আমরা মনে করব তার জীবনটা শেষ হয়ে গেল। দুর্ঘটনা ঘটতে পারে। পৃথিবীতে সব জায়গায় ঘটছে, ঘটা উচিত নয় তারপরেও ঘটছে। কিন্তু সেটি ঘটলে কেমন লাগে, এই একটি মাত্র ধর্ষণের ঘটনা, যেটি একটি দুর্ঘটনা, এটা একটি মারাত্মক অপরাধ। সে অপরাধ কেন নারীদের বিরুদ্ধে সংগঠিত হয় এবং সেই অপরাধে কেন একটি নারীর জীবন নষ্ট হবে। সমাজের এই জায়গাটা যতক্ষণ না পরিবর্তন হবে ততক্ষণ একটি নারীর দিনে-রাতে ঘরে-বাইরে যে কোনো জায়গায় এই এক বিভীষিকার ভয় নিয়ে তার পথ চলতে হবে। তাদের প্রতি মুহূর্তে এই এক ভয়ের কথা মাথায় রাখতে হয়।’
‘আসুন আমরা এই ভয়ের জায়গা থেকে তাদেরকে মুক্তি দিই। এই ধর্ষণের সঙ্গে সম্ভ্রমের এই যে একটা যোগাযোগ সামাজিকভাবে গড়ে তুলেছি এটা বিযুক্ত করে দিই।’ বলেন শিক্ষামন্ত্রী।
সেমিনারে উপস্থিত ছিলেন পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিব, শেখ মোহাম্মদ সলীম উল্লাহসহ প্রমুখ।