বুধবার, ৯ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | শরীয়তপুর | শিরোনাম » পদ্মা সেতু চালু হলে জিডিপির গ্রোথ ডাবল ডিজিটে যাবে: শামীম
পদ্মা সেতু চালু হলে জিডিপির গ্রোথ ডাবল ডিজিটে যাবে: শামীম
পানিসম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এ সেতু চালু হলে শরীয়তপুরই নয় দক্ষিণ অঞ্চলের চেহারা পাল্টে যাবে। জিডিপির গ্রোথ ডাবল ডিজিটে চলে যাবে।
বুধবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে নড়িয়া লঞ্চ ঘাটে শরীয়তপুরের কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ কে এম এনামুল হক শামীম বলেন, পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংক যখন মুখ ফিরিয়ে নিয়েছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের টাকায় পদ্মা সেতু করার সিদ্ধান্ত নেন। এ সেতু এখন শুধু দৃশ্যমানই নয়, উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, ৩১৯ কোটি টাকা ব্যয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা প্রকল্প নেওয়া হয়। নড়িয়া থেকে শুরু করে মাদারীপুর কালকিনি পর্যন্ত প্রকল্পের গুনগত মান ঠিক রেখে দ্রুততার সঙ্গে কাজ করার জন্য ২২ প্যাকেজে ভাগ করেছি। ইতোমধ্যে ৯ প্যাকেজের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এই মাসের মধ্যে বাকি প্রক্রিয়া শেষ হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।