শিরোনাম:
ঢাকা, রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
N2N Online TV
বুধবার, ৯ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » চ্যাম্পিয়ন্স লিগ: এ্যানফিল্ড জয় করেও কোয়ার্টার ফাইনালে যেতে পারলো না ইন্টার
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » চ্যাম্পিয়ন্স লিগ: এ্যানফিল্ড জয় করেও কোয়ার্টার ফাইনালে যেতে পারলো না ইন্টার
৩০৪ বার পঠিত
বুধবার, ৯ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চ্যাম্পিয়ন্স লিগ: এ্যানফিল্ড জয় করেও কোয়ার্টার ফাইনালে যেতে পারলো না ইন্টার

---

এ্যানফিল্ডে মঙ্গলবার স্বাগতিক লিভারপুলকে ১-০ গোলে পরাজিত করেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করতে পারেনি ইন্টার মিলান। ম্যাচ শেষে লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ স্বীকার করেছেন তার দল অনেকটাই আত্মতুষ্টিতে ভুগছিল। আর তারই ফল এই পরাজয়। যদিও পাঁচ বছরের মধ্যে চতুর্থবারের মত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে শেষ পর্যন্ত কোন অঘটনের শিকার হতে হয়নি রেডসদের।
তিন সপ্তাহ আগে ঘরের মাঠে শেষ ১৬’র প্রথম লেগে ২-০ গোলের পরাজয়ই শেষ পর্যন্ত দূর্ভাগ্য হয়ে থাকলো ইতালিয়ান চ্যাম্পিয়নদের। ৬১ মিনিটে লটারো মার্টিনেজের অসাধারন গোলে কাল ইন্টারের জয় নিশ্চিত হয়। যদিও ম্যাচ শেষে এই গোল বা জয় কোনটাই কার্যত কোন কাজে আসেনি। সব ধরনের প্রতিযোগিতা সর্বশেষ ৪৪ ম্যাচে এনিয়ে মাত্র তৃতীয় পরাজয়ের তিক্ত স্বাদ পেল লিভারপুল। চিলির অভিজ্ঞ এ্যাটাকার এ্যালেক্সিস সানচেজের ৬৩ মিনিটের লাল কার্ড অবশ্য শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি জার্গেন ক্লপের শিষ্যরা।
ঐতিহাসিক কোয়াড্রাপল জয়ের আশা টিকিয়ে রাখতে এখনো লড়াই করে যাচ্ছে রেডসরা। এ লক্ষ্যে ১২ ম্যাচ পর তারা জয়ের ধারা থেকে বেরিয়ে আসলো। যদিও এই পরাজয় তাদের সামনে এগিয়ে যাবার পথে কোন বাঁধা সৃষ্টি করতে পারেনি। গত মাসে লিগ কাপের শিরোপা ঘরে তোলার পর ক্লপের শিষ্যরা এখন চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের শেষ আট ছাড়াও প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির থেকে মাত্র ৬ পয়েন্ট দুরে থেকেও শিরোপা দৌড়ে ভালমতই টিকে আছে।
এবারের মৌসুমে মাত্র চতুর্থবারের মত কোন গোল করতে ব্যর্থ হলো লিভারপুল। দ্বিতীয়ার্ধে পরপর দুটি শট পোস্টে লাগিয়েছেন সালাহ। এ কারনেই সালাহ বিশ্বাস করেন এই ম্যাচ থেকে দলের অনেক কিছু শেখার আছে। এ সম্পর্কে সালাহ বলেন, ‘আমরা এই ম্যাচে পরাজিত হয়েছি এবং হতে পারে এটাই আমাদের সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা যোগাবে। এমনও হতে পারে আমরা খুব বেশী আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম। এখান থেকে শিক্ষা নেয়াটাই এখন জরুরী।’
তিন সপ্তাহ আগে প্রথম লেগের ম্যাচটিতে সান সিরোতে প্রায় বেশীরভাগ সময়ই আধিপত্য ধরে রাখলেও শেষ ভাগে দুই গোল হজম করে পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছেড়েছিল ইন্টার। কাল ম্যাচ শেষে ইন্টার বস সিমোনে ইনজাগি বলেছেন, ‘গত ১০ বছরে এই প্রথমবারের মত আমরা এই পর্যায়ে খেলেছি। এবার আমার ইউরোপের অন্যতম শক্তিশালী সব দলগুলোর বিপক্ষে একের পর এক লড়ে গেছি। মাঝে মাঝে মাত্র একটি অধ্যায় পুরো দৃশ্যপট পাল্টে দেয়।’
কালও প্রথমার্ধটা ইতালিয়ান চ্যাম্পিয়নদেরই দখলে ছিল। কিন্তু গোলের ভাল সুযোগগুলো তৈরী করেছিল লিভারপুল। কর্ণার থেকে জোয়েল মাটিপের হেড অল্পের জন্য বারের উপর দিয়ে চলে যায়। ভার্জিল ফন ডাইকের প্রচেষ্টা ডিফ্লেকটেড হয়ে পোস্টের বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধ গোলশুন্য থাকার পর ক্লপে উজ্জীবিত হয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামে লিভারপুল। বিরতির পর নয় মিনিটে সালাহর শট পোস্টে না লাগলে তখনই হয়ত এগিয়ে যেতে পারতো রেডসরা। ৬২ মিনিটে আর্জেন্টাইন মার্টিনেজের অসধারণ গোলে এগিয়ে যায় ইন্টার। কিন্তু সানচেজের মাঠত্যাগে ইন্টারের এই উচ্ছাস খুব বেশীক্ষন স্থায়ী ছিলনা। লিভারপুলের মত দলের বিপক্ষে একজন কম নিয়ে খেলে শেষ পর্যন্ত হয়ত কোন গোল হজম করতে হয়নি কিন্তু নিজেদের আক্রমনগুলোও আর গুছিয়ে করতে পারেনি ইন্টার। থিয়াগো আলকানটারাকে প্রথমার্ধে ফাউলের অপরাধে প্রথম হলুদ কার্ড দেখার পর ফ্যাবিনহোকে অকারনেই ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে ৬৩ মিনিটে মাঠত্যাগ করেন সানচেজ।
ম্যাচ শেষের ১৫ মিনিট আগে সালাহর শট পোস্টে লেগ ফেরত আসে। স্টপেজ টাইমে লুইস ডিয়াজকে ব্লক করেন আরটুরো ভিডাল। এসবই লিভারপুলকে কাল জয়বঞ্চিত করেছে।



আর্কাইভ