বুধবার, ৯ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » কাজে স্বচ্ছতা আনতে পিরোজপুরে পুলিশের বডি ওর্ন ক্যামেরা
কাজে স্বচ্ছতা আনতে পিরোজপুরে পুলিশের বডি ওর্ন ক্যামেরা
পিরোজপুরে প্রথমবারের মতো দায়িত্ব পালনের সময় পুলিশের শরীরে ক্যামেরা চালু থাকবে। জেলা পুলিশের ট্রাফিকে কর্মরত সদস্য ও বিভিন্ন অভিযানের জন্য ‘বডি ওর্ন ক্যামেরা’ ব্যবহৃত করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
এ উপলক্ষে বুধবার (৯ মার্চ) সকাল ১১টায় জেলা শহরের সিও অফিস মোড় এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. সাঈদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, সদর সার্কেল থানার খায়রুল হাসানসহ ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা, জেলা গোয়েন্দা শাখার সদস্যরা ও জেলা পুলিশের সদস্যরা।
এ সময় পুলিশ সুপার মো. সাঈদুর রহমান জানান, ‘বডি ওর্ন ক্যামেরা’র মাধ্যমে মাঠ পর্যায়ের দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। এ ছাড়া পুলিশ সদস্যদের সঙ্গে কেউ খারাপ আচরণ বা হামলা করলে সেগুলোর রেকর্ড থেকে যাবে। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্যামেরা অডিও, ভিডিও এবং ছবি তুলতে পারবে। জিপিএস প্রযুক্তির মাধ্যমে যে কোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রথম পর্যায়ে পিরোজপুর জেলার পুলিশের জন্য ২৬টি বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে থানাগুলোতে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যেও বিতরণ করা হবে।