মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » চতুর্থবারের মতো নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ এএসআই আব্দুর রহিম
চতুর্থবারের মতো নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ এএসআই আব্দুর রহিম
চতুর্থবারের মতো নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম পিপিএম। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে গ্রেফতারী পরোয়ানা ও মাদক উদ্ধারসহ ভাল কাজ করায় তাকে এ পুরস্কৃত করা হয়।
মঙ্গবার (৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন মাসিক কল্যান সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম বার চতুর্থবারের মতো সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম পিপিএম’র হাতে এ পুরস্কার তুলে দেন।
এ সময় মাসিক কল্যান সভায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোস্তাফিজুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জাহেদ পারভেজ চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার (খ) অঞ্চল মো. বিল্লাল হোসেন।
সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম পিপিএম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করে, ভালোকাজের মাধ্যমে পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দেয়াই আমার লক্ষ্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।