মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ঢাকায় জাতিসংঘের এফএওর ৩৬তম আঞ্চলিক সম্মেলন শুরু
ঢাকায় জাতিসংঘের এফএওর ৩৬তম আঞ্চলিক সম্মেলন শুরু
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন শুরু হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার (১১ মার্চ) পর্যন্ত এই সম্মেলন চলবে। এফএওর সঙ্গে কৃষি মন্ত্রণালয় সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে।
মঙ্গলবার (০৮ মার্চ) সকালে সচিব পর্যায়ের ও সিনিয়র কর্মকর্তাদের বৈঠকের উদ্বোধন করা হয়। বৈঠকে মালদ্বীপের প্রস্তাবে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের সচিব এম ডি সাইদুল ইসলামকে বৈঠক পরিচালনার জন্য সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এ ছাড়া নেপালকে সভাদূত করা হয়েছে।
বৈঠকের শুরুতে উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের সচিব এম ডি সাইদুল ইসলাম সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাগত জানান। পাশাপাশি কৃষিক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কৃষি ক্ষেত্রে নানা উন্নয়নের কথা তুলে ধরেন।
সচিব সাইদুল ইসলাম বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। আমাদের দেশের ৪১ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। আমাদের জাতীয় জিডিপির প্রায় ৩০ শতাংশ কৃষি থেকে আসে। এ ছাড়া করোনা সংক্রমণের মাঝেও বাংলাদেশ ধান উৎপাদনে তৃতীয় স্থান দখল করেছ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
সম্মেলনের প্রথম দুই দিন (৮-৯ মার্চ) কৃষি সচিব ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের মিটিংয়ের আয়োজন করা হয়েছে। শেষ দুই দিন (১০-১১ মার্চ) কৃষিমন্ত্রীদের মিটিংয়ের কথা বলা হয়েছে।
মন্ত্রিপর্যায়ের মিটিং বা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১০ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া এফএওর মহাপরিচালকের বুধবার (৯ মার্চ) রাষ্ট্রপতির সঙ্গে এবং রোববার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ১৭টি স্টল থাকবে।
এবারের সম্মেলনে আলোচনার মূল বিষয় হলো, কোভিড পরিস্থিতির মধ্যে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে খাদ্য ও কৃষির বর্তমান অবস্থা, এ অঞ্চলে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্যব্যবস্থার উন্নয়নে করণীয় এগ্রিকালচার ভ্যালু চেইন ডিজিটালাইজেশন ত্বরান্বিতকরণ, ওয়ান হেলথ অ্যাপ্রোচে গড়ে তুলতে অগ্রাধিকার চিহ্নিতকরণ। ওয়ান হেলথ অ্যাপ্রোচ গড়ে তুলতে করণীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে জীববৈচিত্র্য রক্ষা অর্থনৈতিক সহযোগিতা ও সম্মিলিত বিনিয়োগ প্রভৃতি।
উল্লেখ্য, খাদ্য ও কৃষি সংস্থা একটি বিশেষায়িত সংস্থা; যা বিশ্বব্যাপী ক্ষুধা নিরসনের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ১৯৭৩ সালে বাংলাদেশ এফএওর সদস্যভুক্ত হয়।
এফএওর ৩৫তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন ২০২০ সালে ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ২০২২ সালে অনুষ্ঠেয় ৩৬তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এবারের এ সম্মেলন বাংলাদেশের জন্য বিরল সম্মান বয়ে আনবে এবং বাংলাদেশের কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মর্মে আশা করা যাচ্ছে বলে জানান কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কৃষি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও দফতর প্রতিনিধিদের সমন্বয়ে ১টি স্টিয়ারিং কমিটি এবং ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে।