শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ৪ মার্চ ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
১১৪ বার পঠিত
শুক্রবার, ৪ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

---

ইউক্রেনের জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নেভানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় জরুরি পরিষেবা।

শুক্রবার (৪ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে।

ইউক্রেনের জাতীয় জরুরি পরিষেবা জানায়, তারা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নেভাতে সক্ষম হয়েছে।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় ৬টা ২০ মিনিটে এনারগোদার শহরের জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রশিক্ষণ ভবনের আগুন নেভানো হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায় রাশিয়ান সৈন্যরা। শুক্রবার (৪ মার্চ) এ হামলার ঘটনা নিশ্চিত করেছেন পার্শ্ববর্তী এনাহোডার শহরের মেয়র ডিমিত্রো অরলভ।
টুইটে তিনি লেখেন, ‘সারা বিশ্বের জন্য ভয়ংকর হুমকি!!!, বিভিন্ন ভবন ও ব্লকে একটানা গোলাবর্ষণের ফলাফল হিসেবে জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে!!!’

অরলভ আরও জানান, দমকলকর্মীরা আগুন নেভাতে যেতে পারেননি। তিনি নিশ্চিত করেননি, ঠিক কী কারণে আগুন নেভানো যায়নি। এর আগে তিনি জাপরিজিয়া থেকে ১১২ কিলোমিটার দূরে এনাহোডারে রাশিয়ান হামলায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার কথা জানান। এ সময় রুশরা বিদ্যুৎকেন্দ্রে প্রবেশের সব পথ আটকে দেয়।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুবেলা বলেন, রুশদের অবিলম্বে হামলা বন্ধ করতে হবে এবং দমকলকর্মীদের প্রবেশ করতে দিতে হবে।

হোয়াইট হাউস জানিয়েছে, তারা গভীরভাবে এ ঘটনা পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, এ ঘটনায় বিকিরণ স্বাভাবিক পর্যায়ে আছে।

যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো রুশদের অন্যতম নিশানায় পরিণত হয়েছে।



আর্কাইভ