শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » আর্মেনিয়ার জালে জার্মানির ৬ গোল
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » আর্মেনিয়ার জালে জার্মানির ৬ গোল
১১৮ বার পঠিত
সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আর্মেনিয়ার জালে জার্মানির ৬ গোল

---

স্বরূপে ফিরল জার্মানি। রোববার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্মেনিয়াকে নিয়ে রীতিমত ছেলেখেলায় মেতেছিল হান্স ফ্লিকের দল। একে একে তারা প্রতিপক্ষের জালে জড়ায় ৬ গোল।

বার্লিনে বিশ্বকাপ বাছাইয়ে ‘জে’ গ্রুপের ম্যাচে ৬-০ গোলে জিতেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্যবধানটা আরও বড় হতে পারতো। জার্মানদের নিশ্চিত গোলের দুটি প্রচেষ্টা ফিরে আসে ক্রসবারে লেগে।

দাপুটে ফুটবলে শুরু থেকেই প্রতিপক্ষকে তটস্থ রাখে জার্মানরা। ম্যাচের ষষ্ঠ মিনিটে দলকে এগিয়ে দেন সার্জি জিনাব্রি। নয় মিনিট পর আরও এক গোল তার। ১৫ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি।

এরপর প্রথমার্ধে আরও দুই গোল তুলে নেয় স্বাগতিকরা । ৩৫ মিনিটে মার্কো রিউস, ৪৪ মিনিটে জাল কাঁপান টিমো ওয়ার্নার।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৫২ মিনিটের মাথায় ব্যবধান ৫-০ করেন ইয়োহান হফম্যান। এরপর অনেকটা সময় জার্মানদের আটকে রেখেছিল আর্মেনিয়া।

কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে অাধ ডজন মিশন পূর্ণ করে দেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর্মেনিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকেন করিম আদেমি।

এই ম্যাচের পর পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষেই আছে জার্মানি। সমান ম্যাচে তিন জয়, এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্মেনিয়া।



আর্কাইভ