বুধবার, ২ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » নতুন প্রজন্মকে ইতিহাস জানতে হবে: ঢাবি ভিসি
নতুন প্রজন্মকে ইতিহাস জানতে হবে: ঢাবি ভিসি
১৯৭১ সালের এ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলার ছাত্র সমাবেশে ডাকসুর তৎকালীন সহ-সভাপতি আ স ম আব্দুর রব উত্তোলন করেছিলেন সবুজের মাঝে লাল সূর্য আর সোনালি মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম পতাকা। বুধবার (২ মার্চ)। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস।
সকালে সমবেত জাতীয় সংগীতের সঙ্গে রাষ্ট্রের অখণ্ডতার প্রতীক জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রতি বছরের মতো আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আয়োজনে ঐতিহাসিক বটতলায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক আখতারুজ্জামান।
এদিন পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পাকিস্তানের কবর রচিত হয়েছিল এমন মন্তব্য করে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান নতুন প্রজন্মের কাছে এ দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরার তাগিদ দেন। নতুন প্রজন্ম এ নিয়ে জানতে হবে।
তিনি বলেন, ১৯৭১ সালের ২ মার্চ, স্থগিত করা হয়েছিল পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন। জান্তা সরকারের জারি করা কারফিউ ভঙ্গ করে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পালন করা হয়েছিল হরতাল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় পাকিস্তানের চাঁদ তারা খচিত পতাকার বদলে ছাত্রনেতাদের সঙ্গে নিয়ে প্রথমবার বাংলার আকাশে লাল-সবুজের বুকে সোনালি মানচিত্র আঁকা পতাকা উড়েয়েছিলেন ডাকসুর তৎকালীন সহ-সভাপতি আ স ম আব্দুর রব।
২০১৫ সাল থেকে জাতীয় পতাকা উত্তোলন দিবস উদযাপন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আলোচনা শেষে সাংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।