শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বুধবার, ২ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » টেকনাফে অস্ত্র-গুলিসহ ২ ডাকাত আটক
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » টেকনাফে অস্ত্র-গুলিসহ ২ ডাকাত আটক
৩৮৯ বার পঠিত
বুধবার, ২ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টেকনাফে অস্ত্র-গুলিসহ ২ ডাকাত আটক

---

কক্সবাজারের টেকনাফে ৮টি অস্ত্র, ১৮ রাউন্ড গুলিসহ চিহ্নিত ডাকাত পুতিয়া গ্রুপের রোহিঙ্গাসহ ২ সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫। মঙ্গলবার (১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার মৃত ইদ্রিসের পুত্র মোহাম্মদ রমিজ (২৭), নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত জহিরের পুত্র মোহাম্মদ শফিক (৩০)।

বুধবার (২ মার্চ) দুপুর ১২টায় র‌্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, সন্দেহজনক লোকের গতিবিধির খবর পেয়ে র‌্যাব এ অভিযান চালায়। অভিযানে আটক ২ জনের কাছে থাকা বস্তা থেকে ৬টি একনলা বন্দুক, ১টি থ্রিকোয়াটার গান, ১টি ওয়ান শুটার গান, ১৮ রাউন্ড গুলি, ১টি ছোরা, ১টি লোহার শেকল, একই রঙের ৫টি শার্ট, ২টি নেমপ্লেট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২ জন স্বীকার করেছে তারা চিহ্নিত ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য।

গত ১৯ ফেব্রুয়ারি তাদের সহযোগী খায়রুল আমিনকে অস্ত্র ও গুলিসহ র‌্যাব আটক করার পর আতঙ্কিত হয়ে অস্ত্র ও ডাকাতিতে ব্যবহার করা উপকরণ লুকিয়ে রাখার চেষ্টা করতে তারা। এ ব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।



আর্কাইভ