‘হয় মুসলিম হও, নয় হিন্দু’
বলিউডে ‘কেদারনাথ’ দিয়ে যাত্রা শুরু করেছিলেন তরুণ অভিনেত্রী সারা আলী খান। তার ঝুলিতে যুক্ত আছে ‘সিমবা’, ‘লাভ আজ কাল’ এবং ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমাগুলো। অভিষেকের তিন বছরের মধ্যেই নিজের প্রতিভার আলোয় উজ্জ্বল হয়ে উঠেছেন এ নায়িকা। পেয়েছেন জনপ্রিয়তাও।
অভিনয়ের পাশাপাশি মিষ্টি ব্যবহারের জন্যও সারা সবার পছন্দের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ জনপ্রিয়। তবে প্রায়ই ধর্মীয় কট্টরবাদীদের আক্রমণের স্বীকারও হতে হয় সারাকে। শিবরাত্রির দিনও তেমনটাই হলো।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করেন সারা আলী খান। সঙ্গে ইনস্টা স্টোরিতেও শিব মন্দিরে তোলা ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘শুভ মহাশিবরাত্রি… জয় ভোলেনাথ।’
এ ছবি পোস্ট করার সাথে সাথেই আক্রমণের স্বীকার হন তিনি। তার পোস্টে প্রায় ঝাঁপিয়ে পড়ে কিছু ধর্মীয় কট্টরবাদী। কেউ কেউ সোজা বলে বসেন, হয় মুসলিম হও, নয় হিন্দু, একসাথে দুটো ধর্ম কীভাবে পালন করবে? আবার কারও মতে সারা লজ্জা পান একজন মুসলিম হিসেবে। তবে সোশ্যাল মিডিয়ার বড় একটা অংশ সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন। যারা সারাকে ধর্ম নিয়ে কটাক্ষ করছে তাদেরই সমালোচনা করেছেন ওই নেট-নাগরিকরা।
সর্বশেষ ‘আতরঙ্গি রে’ সিনেমায় দেখা গেছে সারাকে। বেশ প্রশংসিত হয়েছে এই সিনেমা। অভিনেত্রী হিসেবে সারাও পেয়েছে দর্শকের তুমুল ভালোবাসা। এরমধ্যে শেষ করেছেন আনন্দ এল রাইয়ের নাম চূড়ান্ত না হওয়া নতুন সিনেমার কাজ। যেখানে সারার নায়ক ভিকি কৌশল।