রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » অন্যের লেখা নিজের নামে ছাপানোর অভিযোগ, প্রকৃত লেখকদের
অন্যের লেখা নিজের নামে ছাপানোর অভিযোগ, প্রকৃত লেখকদের
অমর একুশে গ্রন্থমেলায় একশ্রেণির লেখক অন্যের লেখা নিজের নামে চালিয়ে দিচ্ছেন। একটি শব্দ বা লাইন পরিবর্তন করে অন্যের পুরো লেখাটাই চুরি করছেন
কখনো অস্বীকার আবার কখনো দুঃখ প্রকাশ করেই দায় সারছেন কুম্ভীলকরা (যে অপরের রচনা হতে চুরি করে নিজের বলে চালায়)। বাংলা একাডেমি বলছে, কপিরাইট রেজিস্ট্রেশন করে নিলে মূললেখক নিতে পারেন আইনি ব্যবস্থা।
২০১৭ সালে বেহুলা বাংলা প্রকাশনী থেকে বের হয়েছিল কবি ফিরোজ শাহের কবিতার বই ‘উজানে সোনালী মাছ’। ফিরোজ শাহের অভিযোগ তার কবিতা নকল করে এবারের বইমেলায় বই করেছেন আরেক লেখক।
কবি ফিরোজ শাহ জানান, একটি শব্দ পরিবর্তন করে হুবহু বই ছাপিয়েছেন। তিনি অন্য কবিদেরও লেখা কপি করেছেন। তার নিজের লেখা কোনো কবিতা ছিল না। যে কোনো শিল্পের ওপর যখন চুরি চালানো হয় এবং সেটিকে কেটে টুকরা টুকরা করা হয় তখন যিনি শিল্পী বা স্রষ্টা তার অনেক কষ্ট হয়।