সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সেনা অভ্যূত্থান, বিশ্বকাপ বাছাই পর্ব স্থগিত
সেনা অভ্যূত্থান, বিশ্বকাপ বাছাই পর্ব স্থগিত
গিনিতে অভ্যূত্থান চেষ্টার পর ক্ষমতা দখলের দাবি করেছে সেনাবাহিনী। এতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঘরের মাঠে মরক্কোর বিপক্ষে নামার কথা ছিল পশ্চিম আফ্রিকার দেশটির। টিম হোটেলের আশেপাশে গুলির আওয়াজ শুনতে পায় মরক্কান ফুটবালররা। যদিও নিরাপদে দেশটি ছেড়েছে সফরকারীরা।
আফ্রিকা অঞ্চলের ‘আই’ গ্রুপে সোমবার (৬ সেপ্টেম্বর) মুখোমুখি হওয়ার কথা ছিল গিনি-মরক্কোর।
রোববার (৫ সেপ্টেম্বর) জাতীয় টেলিভিশনে সেনাদের পক্ষ থেকে দাবি করা হয়, সরকার ভেঙে দেয়া হয়েছে। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ক্ষমতা দখলের চেষ্টা ভন্ডুল করে দিয়েছে প্রেসিডেন্সিয়াল গার্ড।
এদিকে গিনির প্রেসিডেন্ট আলফা কন্ডের ভাগ্যে কী ঘটেছে তা অস্পষ্ট। সত্যতা নিশ্চিত না হওয়া এক ভিডিওতে দেখা গেছে, তিনি সেনাদের হাতে বন্দি রয়েছেন এবং সেনারা ক্ষমতা দখলের দাবি করেছে।
একাধিক খবরে বলা হয়েছে, সেনা অভ্যুত্থানের নেতৃত্বে রয়েছে সেনাবাহিনীর অভিজাত একটি ইউনিট। যার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মামাদি দৌমবৌয়া।
রাজধানী কোনাক্রিতে প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়ার কয়েক ঘণ্টা পর এসব তথ্য সামনে এসেছে।