শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » চাঁদপুরে ১২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » চাঁদপুরে ১২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
৫১৫ বার পঠিত
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাঁদপুরে ১২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

---

চাঁদপুরে ইয়াবার চালান নিয়ে ধরা পড়েছেন কক্সবাজারের এক নারী। এ সময় তার কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করেছে সদর মডেল থানা পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে শহরের উত্তর শ্রীরামদী এলাকায় টহল দিচ্ছিলেন উপপরিদর্শক ইকবাল হোসেন ও একদল পুলিশ।

এ সময় সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের পাশে এক নারীর রহস্যজনক আচরণে সন্দেহ হয় পুলিশের। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি জানান, কক্সবাজারে তার বাড়ি। এমন পরিস্থিতিতে ওই নারীর আচরণ আরও রহস্যজনক হয়ে ওঠে। পুলিশ বাধ্য হয় তাকে থানায় নিয়ে যেতে।

ওসি আরও জানান, পরে একজন নারী কনস্টেবল দিয়ে ওই নারীর তল্লাশি চালানো হয়। এ সময় ১ হাজার ২০০ পিস ইয়াবার সন্ধান মেলে। খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজারে চকরিয়া উপজেলার বদরখালী গ্রামে বাড়ি ওই নারীর। তার নাম রাইমা প্রকাশ ওরফে রহিমা বেগম (৩৫)। তার স্বামীর নাম আব্দুল হাকিম।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেন, চট্টগ্রাম থেকে আন্তঃনগর মেঘনা ট্রেনে সরাসরি চাঁদপুর আসেন তিনি। পরে লঞ্চে অন্য কোথাও যাওয়ার কথা ছিল তার। তবে তার সঙ্গে আরও কেউ ছিল কি না, এ নিয়ে মুখ খোলেননি ওই নারী।



আর্কাইভ