শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | রাজনীতি | শিরোনাম » দেশ নিয়ে ষড়যন্ত্র করলে জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ করবে: আইনমন্ত্রী
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | রাজনীতি | শিরোনাম » দেশ নিয়ে ষড়যন্ত্র করলে জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ করবে: আইনমন্ত্রী
২৪১ বার পঠিত
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশ নিয়ে ষড়যন্ত্র করলে জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ করবে: আইনমন্ত্রী

---

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, বাংলাদেশ নদী দিয়ে ভেসে আসে নাই। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এবং এ দেশ স্বাধীন হয়েছিল।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

এ সময় মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ৩০ লাখ মানুষ এবং শহীদ বীর মুক্তিযোদ্ধারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। যার কারণে মানচিত্রে বাংলাদেশ রাষ্ট্রটি আছে এবং অনন্তকাল বেঁচে থাকবে।

আইনমন্ত্রী আরও বলেন, এ দেশের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয় বাংলাদেশের জনগণ তার প্রতিরোধ গড়ে তুলবে। তিনি দলীয় নেতাকর্মীদের সব ভেদাবেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাবির আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, সাবেক সাবেক পৌরসভার মেয়র ইমরান উদ্দিন জুয়েল, কুমিল্লা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শেষ এলাকা প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে আইনমন্ত্রী আড়াই কোটি টাকা ব্যয়ে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় কসবা ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার এবং উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে আনার সদস্যদের জন্য ব্যারাক হাউস নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন।



আর্কাইভ