বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | রূপগঞ্জ | শিরোনাম » রূপগঞ্জে শবনম ওয়েল ও ফুলকলি সুইটসকে আড়াই লাখ টাকা জরিমানা
রূপগঞ্জে শবনম ওয়েল ও ফুলকলি সুইটসকে আড়াই লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শবনব ভেজিটেবল ওয়েল মিল লিমিটেড (পুষ্টি) এবং ফুলকুলি সুইটস লিমিটেডকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) (অতিরিক্ত দায়িত্ব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে রূপগঞ্জের তারাবোতে অবস্থিত শবনম ভেজিটেবল ওয়েল মিল লিমিটেড (পুষ্টি)কে মিল গেইটে তেলের মুল্য প্রদর্শন না করা, লিটারে বিক্রি না করে কেজিতে বিক্রি এবং সরকারি মূল্যের চেয়ে বেশী মুল্যে বিক্রি করার অপরাধে ও ডিও লেটারে মুল্য তালিকা না থাকার অপরাধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন এর ধারা ৩৭ এবং ৫৫ ধারায় মোট দেড় লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।
এছাড়াও রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত ফুলকলি সুইটস লিমিটেডকে অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টি সংরক্ষণ করার অপরাধে এবং মেয়াদোত্তীর্ণ দুধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ধারা ৪৩ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান।
সমন্বিত এ অভিযানে আরো উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল (ঢাকা জেলা কার্যালয়), ফাহমিনা আক্তার ও মাগফুর রহমান সহকারী পরিচালক ঢাকা বিভাগ। অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন ক্যাবের একটি প্রতিনিধি দল ও রুপগঞ্জ থানা পুলিশের একটি টিম।