শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
১৫৮ বার পঠিত
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

---

জামালপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবদুল জলিল নামে এক আসামিকে ২২ বছর পলাতক থাকার পর গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে মাদারগঞ্জ উপজেলার হাটমাগুরা গ্রাম থেকে গ্রেফতার করে।

র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান জানিয়েছেন, ২০০০ সালের ১৯ মে মেলান্দহ উপজেলার কাংগালকুশা গ্রামে বাঁশ কাটাকে কেন্দ্র করে জয়নাল আবেদীন এবং ইয়াকুব আলীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আসর উদ্দিন এবং জয়নাল আবেদীন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে ভর্তি করা হয়। জয়নাল আবেদীনের অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জানান, এ ঘটনায় নিহত জয়নাল আবেদীনের ছোট ভাই আসর আলী বাদী হয়ে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা করে। পুলিশ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট প্রদান করে। আদালত আসামি আব্দুল জলিলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলা দায়ের পর থেকেই গ্রেফতারকৃত আব্দুল জলিল গাঢাকা দেয়। সে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক ছিল। র‌্যাব আজ আবদুল জলিলকে মেলান্দহ থানায় সোপর্দ করেছে বলেও জানান আশিক উজ্জামান।



আর্কাইভ