বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইউক্রেনে হামলার নিন্দা ন্যাটোর
ইউক্রেনে হামলার নিন্দা ন্যাটোর
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের চালানোর ঘোষণা দেওয়ায় নিন্দা জানিয়েছে ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ নিন্দা জানান তিনি। খবর আনাদুলু এজেন্সি।
এর আগে ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনের জাতিসংঘের রাষ্ট্রদূত সার্জি কিসলিয়্যাস বলেছেন, রাশিয়ার জাতিসংঘের দূত নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছেন।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিএনএনকে জানিয়েছে, আক্রমণ শুরু হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, পুতিনের সামরিক অভিযানের ঘোষণা শুরু হওয়ার পর ইউক্রেনের দোনবাস এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রুশ জনগণের উদ্দেশে টেলিভিশন ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন দখলের কোনো পরিকল্পনা নেই রাশিয়ার।
একটি ‘বিশেষ সামরিক অভিযান’ ঘোষণা করে পুতিন বলেছিলেন, ইউক্রেনের জনগণ ‘মুক্তভাবে নির্বাচন করতে’ সক্ষম হবে কারা দেশ পরিচালনা করবে?
এদিকে ইউক্রেনে সামরিক অভিযান থেকে রাশিয়াকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিন নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের কোনো বিকল্প নেই। যুদ্ধবন্ধে রাশিয়াকে শান্তি আলোচনার প্রস্তাব দেওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি বলে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেন্সকি।