মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » বাংলাদেশ আরও কার্যকর এবং তৎপর ডি-৮ দেখতে চায়
বাংলাদেশ আরও কার্যকর এবং তৎপর ডি-৮ দেখতে চায়
বাংলাদেশ ডি-৮ ভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর জন্য সুযোগ তৈরিতে সংস্থার উদ্যোগে বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছে, ঢাকা সংস্থার পূর্ণ সম্ভাবনা বাস্তবে রূপদানের লক্ষ্যে আরও কার্যকর ও তৎপর ডি-৮ দেখতে চায়।
ডি-৮ এর নতুন মহাসচিব রাষ্ট্রদূত ইসিয়াকা আব্দুল কাদির ইমাম আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসলে তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বৈঠকে মাসুদ পারস্পরিক সুবিধার ভিত্তিতে বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে একটি সদস্য রাষ্ট্রের অভিজ্ঞতা ও দক্ষতা অন্য দেশের জন্য ব্যবহার করে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কিভাবে আরও ভালোভাবে সহযোগিতা করা যায় তার ওপর গুরুত্বারোপ করেন।
মহাসচিব ডি-৮ এর বিভিন্ন উদ্যোগ বিশেষ করে বাণিজ্য উদারীকরণ, প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে ডি-৮ সদস্য দেশগুলোর জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন।
তিনি সংগঠনের ২৫তম বার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি উৎযাপনে সভাপতি হিসেবে বাংলাদেশের সমর্থনও চেয়েছেন।
আটটি সদস্য রাষ্ট্র বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক যৌথ আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়ে ১৯৯৭ সালে সংগঠন ডি-৮ গঠন করে। বাংলাদেশ ২০২১ সালে এর সভাপতিত্ব গ্রহণ করে।
ডি-৮ এর সর্বশেষ শীর্ষ সম্মেলন ২০২১ সালের এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।