মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » গ্রামীণ অবকাঠামো সংস্কার : প্রকল্প অনুমোদনের সময় বাড়ল
গ্রামীণ অবকাঠামো সংস্কার : প্রকল্প অনুমোদনের সময় বাড়ল
গ্রামীণ অবকাঠামো সংস্কার/রক্ষণাবেক্ষণ (কাবিখা, কাবিটা ও টিআর) কর্মসূচির বিপরীতে প্রথম কিস্তিতে ছাড় করা অর্থ বা খাদ্যশস্যের আওতায় প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন এবং অর্থ উত্তোলনের সময় বাড়িয়েছে সরকার।
আগামী ১৫ মার্চ পর্যন্ত এ সময় বাড়ানো হয়েছে।
সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালককে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। চিঠিতে সময় বাড়ানোর বিষয়টি জানানো হয়।
মন্ত্রণালয়ের সহকারী সচিব কে এম আনিছুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, চলতি ২০২১-২০২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার/রক্ষণাবেক্ষণ (কাবিখা, কাবিটা ও টিআর) কর্মসূচির বিপরীতে ১ম কিস্তিতে ছাড় করা অর্থ/খাদ্যশস্যের আওতায় প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন এবং অর্থ উত্তোলনের সর্বশেষ সময় আগামী ১৫ মার্চ পর্যন্ত নির্দেশক্রমে বৃদ্ধি করা হলো।