শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে, প্রস্তুত স্পেশাল ফোর্স-হেলিকপ্টার: র‌্যাব ডিজি
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে, প্রস্তুত স্পেশাল ফোর্স-হেলিকপ্টার: র‌্যাব ডিজি
১৬৫ বার পঠিত
রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে, প্রস্তুত স্পেশাল ফোর্স-হেলিকপ্টার: র‌্যাব ডিজি

---

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশের শহীদ মিনার এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, শহীদ মিনারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে সাদা পোশাকে বিশেষ ফোর্স ও গোয়েন্দা দল নিয়োজিত আছে। প্রস্তুত আছে স্পেশাল ফোর্স ও হেলিকপ্টার।

রবিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শহীদ দিবস ‍পালনে কোনোরকম অপ্রত্যাশিত ঘটনা যাতে সংঘটিত না হয় সে বিষয়ে র‌্যাবের সতর্ক অবস্থান তুলে ধরে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, এর পরেও কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেলে বা কারো কাছে কোনো তথ্য থাকলে তারা যেন র‌্যাব সদর দপ্তরের ০১৭৭৭৭২০০২৯ এই নাম্বারে যোগাযোগ করেন।

র‌্যাব ডিজি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে গত ১৮ তারিখ থেকে সাদা নিরাপত্তা দল মোতায়ন করেছি। ২১ তারিখের জন্য শহীদ মিনার এলাকায় চেকপোস্ট, অবজারভেশন পোস্ট, স্ট্যাটিক ডিউটি, স্ট্যান্ডার্ড ফোর্সসহ মেডিকেল টিম থাকবে। এছাড়াও রেগুলার ডগ স্কোয়াড দিয়ে সুইপিং চলছে। সুইপিং শেষ হলে আমরা ডিএমপির কাছে শহীদ মিনার হস্তান্তর করবো।

‘কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে নিরাপত্তা বজায় রাখতে র‌্যাবের ইউনিফর্ম পরে একদল ও সাদা পোশাকে আরেকদল কাজ করছে। এছাড়াও ২১ তারিখে র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়নগুলো সতর্ক থাকবে।’

যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব হেডকোয়ার্টারের স্পেশাল ফোর্স ও হেলিকপ্টার প্রস্তুত আছে জানিয়ে মহাপরিচালক আরও বলেন, যে কোনো সময়ে আসরা স্পেশাল ফোর্স পাঠাতে পারব।

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা নারীরা যাতে ইভটিজিং-এর শিকার না হন সেজন্য বিশেষ ব্যবস্থা রাখা আছে বলেও জানান তিনি। এরপরও আগত শিশু ও নারীদের নিরাপত্তার প্রতি সবাইকে সতর্ক ও শ্রদ্ধাবোধ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

র‌্যাব ডিজি জানান, সোস্যাল মিডিয়ায়, সাইবার অপরাধ, গুজব ও মিথ্যা তথ্য যাতে কেউ ছড়াতে না পারে সেজন্য র‌্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি করছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে সারাদেশে র‌্যাবের মোতায়েন পরিসংখ্যানমতে ঢাকার অভ্যন্তরে পেট্রোল দল থাকবে ৩২৩টি, যাতে মোট জনবল ১২২২ জন। ঢাকার বাইরে পেট্রোল থাকবে ৩৭৭টি। এতে মোট জনবল ১৬০৪ জন

র‌্যাব জানায়, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় র‌্যাবের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে পিকআপ (ভিভিআইপি স্কর্ট) ও মোটরসাইকেল পেট্রোল (৩৬+২০) মোট ৫৬টি। কন্ট্রোল রুম, সিসি টিভি ও এলইডি প্যানেল (১+৫০+১) মোট ৫২টি। অবজারভেশন পোস্ট আছে দুইটি। বোম্ব ও ডগ সুইপিং টিম দুইটি করে মোট চারটি। এছাড়াও গোয়েন্দা ও স্পেশাল ফোর্সে নিয়োজিত আছেন ২৫৪ জন।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ