রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » পোনা শিকার বন্ধের অভিযানে হামলা, ১৬০ জেলের বিরুদ্ধে মামলা
পোনা শিকার বন্ধের অভিযানে হামলা, ১৬০ জেলের বিরুদ্ধে মামলা
বরগুনার পাথরঘাটার পদ্মা এলাকায় বলেশ্বর নদীত অবৈধ পোনা মাছ ধরা বন্ধের অভিযানে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পাথরঘাটা থানায় মামলাটি দায়ের করেন পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।
এর আগে শনিবার বিকেলে পাথরঘাটা উপজেলার পদ্মা এলাকায় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে হামলা চালায় জেলেরা। এতে আহত হন পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুসহ আটজন।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, আমার অভিযানে হঠাৎ কয়েকশ’ জেলে ও তাদের পরিবারের সদস্যরা হামলা চালায়। এতে আমাদের সঙ্গে থাকা লোকজনের মধ্যে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, জেলেদের শান্ত করার পাশাপাশি প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতি এড়াতে আমরা পিছু হটলেও জেলেরা আমাদের ওপর হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠিসোঁটা নিয়ে তারা আমাদের ওপর অতর্কিত আক্রমণ করে। এ ঘটনার পরও অবৈধ পোনা শিকারিদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পাথরঘাটা থানার পরিদর্শক সঞ্জয় মজুমদার বলেন, এ ঘটনায় মামলা মৎস্য বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তাই পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের অভিযান শুরু করেছে।