শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | লাইফস্টাইল | শিরোনাম » চুল ঘন ও ঝলমলে হবে ঘরোয়া উপায়ে
চুল ঘন ও ঝলমলে হবে ঘরোয়া উপায়ে
আমরা আমাদের চুল সুন্দর আর ঘন করতে কত কিছুই না করি। ইনস্ট্যান সুন্দরী হতে চুলে না বুঝেই ব্যবহার করে ফেলি ক্ষতিকর কেমিক্যাল। এতে হয়তো আমাদের সুন্দর লাগে ঠিকই কিন্তু পরবর্তীতে তা চুলের জন্য ডেকে আনে মারাত্মক বিপদ। তাই চুলকে সুন্দর আর ঘন করতে বেছে নিতে পারেন পার্শ্বপ্রতিক্রিয়াহীন ঘরোয়া উপায়।
ঝলমলে সিল্কি আর ঘন চুল পেতে আপনি বাটারমিল্ক ব্যবহার করতে পারেন। নিয়মিত বাটার মিল্কের ব্যবহারের রয়েছে অনেক উপকারিতা। বাটারমিল্ক চুলে পুষ্টি যোগায়। পাশাপাশি চুলপড়াও কমায়। বাটারমিল্কে প্রোটিন, ভিটামিন এ এবং ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়, যা চুলকে মজবুত করে।
খুশকি থেকে মুক্তি পেতে বাটারমিল্ক ব্যবহার করতে পারেন। বাটারমিল্ক চুলে লাগালে খুশকি কমে। এ ছাড়া স্ক্যাল্পের চুলকানিও দূর হয়। চুলে বাটারমিল্ক ব্যবহার করলে চুলের উজ্জ্বলতা বাড়ে। তাই শাইনি চুল পেতে সপ্তাহে দু’বার বাটারমিল্ক ব্যবহার করতে পারেন।
যেভাবে ব্যবহার করবেন: চুলে পুষ্টি যোগাতে আপনি চুলে বাটারমিল্ক লাগাতে পারেন। বিভিন্নভাবে আপনি এটি ব্যবহার করতে পারেন। যেমন-
১) একটি পাত্রে কিছুটা বাটার মিল্ক নিয়ে তুলার সাহায্যে চুলের গোড়ায় ভালোভাবে লাগান। ৩০ মিনিট রাখার পর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার লাগাতে পারেন।
২) বাটারমিল্কে ল্যাকটিক অ্যাসিড এবং ভিটামিন এ পাওয়া যায়। এ দুটি উপাদান চুলের জন্য খুবই উপকারি। চুলের যত্নে বাটারমিল্ক ও লেবু একসঙ্গে ব্যবহার করতে পারেন। বাটারমিল্কে লেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ চুলে লাগিয়ে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
৩) চুলের যত্নে বাটারমিল্ক হেয়ার মাস্কও ব্যবহার করতে পারেন। পরিমাণমতো বাটারমিল্ক নিয়ে তাতে ৩ চামচ অলিভ অয়েল এবং একটি ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণে কলা দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার এই পেস্ট চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।
সূত্র: বোল্ড স্কাই