শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » শুভেচ্ছায় ভাসছেন অদম্য তামান্না
শুভেচ্ছায় ভাসছেন অদম্য তামান্না
প্রশংসায় ভাসছেন পায়ে লিখে জিপিএ-৫ পাওয়া অদম্য তামান্না আক্তার নুরা। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ফোনের পর মন্ত্রী, সংসদ সদস্যসহ, জনপ্রতিনিধি, প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক নেতারা বাসায় গিয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন, এমনকি মিষ্টি মুখ করাচ্ছেন অনেকেই।
তামান্নার বাবা রওশন আলী জানান, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) তামান্নাকে শুভেচ্ছা জানাতে বাসায় যান যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দীন ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার।
রওশন আলী বলেন, গতকাল বিকেল পৌনে ৫টার দিকে দুই সংসদ সদস্য পৃথকভাবে আমার বাসায় আসেন। এ সময় তারা তামান্নাকে অভিনন্দন জানান। যশোর-২ আসনের এমপি আমার মেয়েকে বলেন প্রধানমন্ত্রী অনেক ব্যস্ত মানুষ। আমরা জনপ্রতিনিধি হয়েও তার ফোন ও সাক্ষাৎ পাই না। তুমি অনেক ভাগ্যবান। তোমার যে কোনো প্রয়োজনে আমি তোমার পাশে আছি। সাতক্ষীরা-৪ আসনের এমপি জগলুল হায়দারও আমার মেয়েকে অভিনন্দন জানান-যোগ করেন রওশন আলী। তিনি তাৎক্ষণিক অর্থ অনুদানও দেন।
এ ছাড়া তামান্না আক্তার নুরাকে অভিনন্দনপত্র পাঠিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। অভিনন্দনপত্রে তিনি বলেন, অদম্য ইচ্ছাশক্তি থাকলে সব প্রতিকূলতাকে জয় করা সম্ভব। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ধারাবাহিকভাবে পিএসসি, জেএসসি, এসএসসির মতো এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ প্রাপ্তি একটি অনন্য অর্জন। এ সফলতা দেশের প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ও সন্ধ্যার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামান্নাকে ফোন করে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তিনি তামান্নাকে বলেন, তোমার পাশে আমি আছি। এগিয়ে যাও। কোনোভাবে মনোবল হারাবে না। তিনি তামান্নাকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আবেদন করার কথা বলেন।
এরপর ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে তামান্নাকে ফোন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি তামান্নাকে বলেন, মনোবল হারাবে না, গোটা বাংলাদেশ তোমার সঙ্গে আছে। তুমি এগিয়ে যাও। ভার্সিটিতে মাইক্রোবায়োলজি বিষয় নিয়ে পড়াশোনা করার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন, খুব তাড়াতাড়ি আমি তোমার সঙ্গে দেখা করতে যশোরে আসব।
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউপির আলিপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভিন শিল্পীর বড় কন্যা তামান্না আক্তার নুরা। জন্ম প্রতিবন্ধী তামান্নার দুটি হাত ও একটি পা নেই। সব প্রতিকূলতা আর পাহাড়সম বাধা পেরিয়ে তামান্না একের পর এক মেধার স্বাক্ষর রেখেছে। জীবনযুদ্ধে হার না মানা এ অদম্য তামান্না পিএসসি, জেএসসি, এসএসসির ধারাবাহিকতা বজায় রেখে এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছে। ঝিকরগাছা বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে তামান্না নুরা ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।