শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » সাভারে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ১৭ বছর পর গ্রেফতার
সাভারে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ১৭ বছর পর গ্রেফতার
ঢাকার সাভারে ১৭ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। একটি দৈনিক পত্রিকার আশুলিয়া প্রতিনিধির পরিচয় দিতেন তিনি।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সাভারের তালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, আশরাফ কামাল নারায়ণগঞ্জের একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। হত্যার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরবর্তী সময়ে আশুলিয়ায় এসে সাংবাদিক পরিচয়ে বসবাস করে আসছিলেন।
র্যাবের কমান্ডার খন্দকার আল মঈন জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফ হোসেন ১৭ বছর ধরে পলাতক ছিলেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি দৈনিক পত্রিকার পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।