শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » গাজীপুর | ছবি গ্যালারী | শিরোনাম » ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলায় আহত ৪, একজনকে কারাদণ্ড
প্রথম পাতা » গাজীপুর | ছবি গ্যালারী | শিরোনাম » ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলায় আহত ৪, একজনকে কারাদণ্ড
১৯১ বার পঠিত
শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলায় আহত ৪, একজনকে কারাদণ্ড

---

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়েছে স্থানীয় কয়েক ব্যবসায়ীসহ দুর্বৃত্তরা। হামলায় শ্রীপুর ভূমি অফিসের চার কর্মচারী আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে আটক একজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীপুরের বরমী বাজারের পল্টন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সরকারি কাজে বাধা দেওয়ায় বরমীর পাঠানটেক এলাকার মৃত আব্দুল্লাহ আল বাকীর ছেলে নাঈম সরকারকে (২২) সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আহতরা হলেন শ্রীপুর উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক মঞ্জুরুল ইসলাম, নাজমুল ইসলাম, রোকনুজ্জামান ও চালক মামুন হোসেন। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হালদার জানান, গাজীপুর জেলা পাট অধিদফতরের পরিদর্শক ফাইজুল্লাহকে নিয়ে বরমী বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। বাজারের পল্টন মোড়ে গাড়ি থেকে নামার পরই জামান অ্যান্ড ব্রাদার্সের মালিক ব্যবসায়ী জামান ভূঁইয়া, আব্দুস সালাম এবং চাল ব্যবসায়ী ওয়াহিদের নেতৃত্বে ব্যবসায়ী ও কর্মচারীদের নিয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালানো হয়। এতে ভূমি অফিসের চারজন কর্মচারী আহত হন। এ সময় পুলিশ নাঈম সরকারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) নাঈমকে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আর্কাইভ