শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » ডাস্টবিনের সামনে নেচে নায়িকা হলেন ট্রোলড
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » ডাস্টবিনের সামনে নেচে নায়িকা হলেন ট্রোলড
১৫১ বার পঠিত
শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডাস্টবিনের সামনে নেচে নায়িকা হলেন ট্রোলড

---

বলিউড অভিনেত্রী আদা শর্মা। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এ অভিনেত্রী। তিনি প্রায়ই নিজের ছবি ও ভিডিও পোস্ট করেন। তার অনুরাগীরাও বেশ পছন্দ করে তাকে।

বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে ‘কমান্ডো থ্রি’ সিনেমায় অভিনয় করেছিলেন আদা। বেশকিছু তেলেগু সিনেমাতেও কাজ করেছেন চুটিয়ে। বাহবা কুড়িয়েছেন অনুরাগীদের থেকে।

একটি ভিডিও আদা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কালো মিনি ড্রেস পরে ডাস্টবিন নিয়ে এবং এর পাশে তাকে নাচতে দেখা যায়। খোলা চুলে, কালো সানগ্লাস ও কালো বুট পরে নাচেন অভিনেত্রী।

তার সোশ্যাল মিডিয়ার পোস্টের জন্য মাঝেমধ্যেই ট্রোল হন আদা। কিন্তু তাতে কিছু এসে যায় না তার। আদার পোশাক নিয়ে আলোচনা হয়। কিছু ক্ষেত্রে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। আদার এই ভিডিওটি নেটাগরিকদের আকর্ষণ কুড়িয়েছে।

দিন কয়েক আগেই পোস্ট হওয়া ভিডিওতে লক্ষাধিক লাইকের বন্যা বয়ে গিয়েছে। কারও ভালো লেগেছে, কেউ কেউ মজাও করেছেন।

ভিডিও দেখে একজন লিখেছেন, ‘শিক্ষা নিচ্ছি কীভাবে আবর্জনার মধ্যে থাকতে পারি।’ অন্য একজন লিখেছেন, ‘এভাবে বিনা পয়সায় বিজ্ঞাপন করার জন্য বম্বে মিউনিসিপ্যাল করপোরেশনের আপনাকে ধন্যবাদ জানানো উচিত।’ অন্য একজন বলেছেন, ‘আপনার পরের কনটেন্ট কবে আসছে?’

ভূতের সিনেমা ‘১৯২০’ এ অভিনয় করেছিলেন আদা। সেই সিনেমা ঘুম কেড়ে নিয়েছিলেন বহু মানুষের। বক্স অফিসে সাফল্য পেয়েছিল সেই সিনেমা। সেরা মহিলা ডেব্যু অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন আদা। তাকে দেখা যায় ভাসি তো ফাসি’তে। তারপর ধারাবাহিকভাবে দক্ষিণ ভারতীয় সিনেমাতে অভিনয় করেন আদা।



আর্কাইভ