শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
N2N Online TV
বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » লক্ষ্মীপুরে আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » লক্ষ্মীপুরে আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার
১৫০ বার পঠিত
বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার

---

লক্ষ্মীপুর আন্তঃজেলা চোরচক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন।

এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালীর একটি আভিযানিক দল নোয়াখালী ও লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের সদস্যদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. রোবেল (৩০), মো. নিজাম (২৪), মো. হেলাল (৪৫), শাহ মো. মঞ্জুরুল করিম নাঈম (৩১) এবং মো. আব্দুল জলিল (৫২)। এ সময় বিনোদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রুবেলের গ্যারেজ থেকে তাদের চোরাইকৃত একটি সবুজ রঙের ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ইয়াছিন আরাফাতের একটি অটোরিকশায় করে ছদ্মবেশী চোরচক্রের দুই সদস্য নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ থেকে লক্ষ্মীপুর পৌরসভার পলোয়ান মসজিদ এলাকায় এলে সাউন্ডবক্স আনার জন্য ইয়াছিনকে পাঠালে তারা ইয়াছিনের অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে সেই অটোরিকশা নোয়াখালী জেলার মাইজদি এলাকায় নাঈম ও জলিল নামে দুই ব্যক্তির কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে । ইয়াছিনের অভিযোগের র‌্যাব-১১ অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার করে।



আর্কাইভ