মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » সিলেটের স্বাস্থ্য খাতে অনেক সম্ভাবনা রয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
সিলেটের স্বাস্থ্য খাতে অনেক সম্ভাবনা রয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, স্বাস্থ্য খাতে সিলেটের অনেক সম্ভাবনা রয়েছে। সিলেটসহ সারাদেশের অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। সিলেটে স্বাস্থ্যসেবার মান উন্নত করা গেলে ভৌগলিক কারণে ভারতের সেভেন সিস্টারখ্যাত সাতটি রাজ্যে আমাদের ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ রয়েছে। সেখান থেকে রোগীরা এ অঞ্চলে সেবা নিতে আসবেন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পাঠানটুলায় বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরায় হৃদরোগীদের উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে স্থাপিত ‘ক্যাথ ল্যাব’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চিকিৎসার জন্য সিলেটের মানুষকে যাতে দেশের অন্য স্থানে বা দেশের বাইরে যেতে না হয় সে রকম মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। করোনাকালে মাউন্ট এডোরা হাসপাতালে করোনা রোগীদের সেবা নিশ্চিত করায় তিনি প্রতিষ্ঠানটির প্রশংসা করেন।
নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটিতে বিএনপির পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব না করা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রকে সম্মান করি। আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে। গণতন্ত্রকে পাকাপোক্ত করার জন্য লড়াই করেছে। আমরা গণতান্ত্রিক নিয়মে বিশ্বাস করি।
এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদাক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জগদীশ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।