মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » বাজার কাঁপাচ্ছে ‘পুষ্পা’ শাড়ি
বাজার কাঁপাচ্ছে ‘পুষ্পা’ শাড়ি
দক্ষিণ ভারতীয় সিনেমা ‘পুষ্পা’ জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। সিনেমাটি মুক্তির পর থেকে ভারতি ছাপিয়ে দেশে দেশেই যেন সারা ফেলেছে এই সিনেমা। ছবির গান থেকে ডায়ালগ এখন সবার মুখে মুখে ফিরছে। এবার তার আঁচ লাগল ফ্যাশনেও। ‘পুষ্পা’র বিভিন্ন দৃশ্য দিয়ে তৈরি হল শাড়ি। অভিনব এই শাড়ি মন ছুঁয়েছে ফ্যাশন সচেতনদের মনেও।
ভারতের গুজরাটের সুরাটের শাড়ি ব্যবসায়ী এটি তৈরি করেছেন। চরণজিৎ ক্রিয়েশনের ‘পুষ্পা’ শাড়ি মন ছুঁয়েছে প্রায় সবার। শাড়িজুড়ে শুধুই আল্লু অর্জুনের ছবি ছাপা। কুচি থেকে আঁচল, সর্বত্র এক একরকমের ছবি ছাপা। যার ফলে স্বাভাবিকভাবেই শাড়িটি অনেক বেশি রঙিন হয়ে উঠেছে।
ব্যবসায়ী চরণপাল সিংয়ের দাবি, অভিনব এই শাড়ির চাহিদাই অন্যরকম। যে দেখছেন, সেই শাড়িটি কেনার ইচ্ছাপ্রকাশ করছেন। রাজস্থান হোক কিংবা মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ হোক বা ছত্তিশগড় সবার মন ছুঁয়েছে শাড়িটি। চাহিদা অনুযায়ী জোগান দিতে কার্যত হাঁফিয়ে যাচ্ছেন প্রস্তুতকারকরা। অভিনব এই শাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ব্যবসায়ী। তবে শাড়িটির দাম সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।
প্রিন্টিংয়ে বিশেষত্ব থাকা শাড়ি অবশ্য এই প্রথম তৈরি হল তা নয়। কারণ, ডিজিটাল প্রিন্টেড শাড়ি এখন বাজার কাঁপাচ্ছে। ইংরাজি বই কিংবা সংবাদপত্রের মতো ছাপা পেপার প্রিন্ট শাড়িও এখন বহু তন্বীকেই পরতে দেখা যায়। তার আগে ক্যালেন্ডারের আদলে ছাপা শাড়িও বিক্রি হয়েছে বহু। কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরসহ নানা কবির লেখা কবিতা ছাপা শাড়িও পরতে দেখা গেছে বহু শাড়িপ্রেমীকে। তবে আপাতত ‘পুষ্পা’ শাড়ি মন মজেছে সবার।