মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইউক্রেন-রাশিয়া উত্তেজনা, উদ্বেগ জানালেন জাতিসংঘ প্রধান
ইউক্রেন-রাশিয়া উত্তেজনা, উদ্বেগ জানালেন জাতিসংঘ প্রধান
ইউক্রেন-রাশিয়া পরিস্থিতি নিয়ে ‘মারাত্মক উদ্বেগ’ প্রকাশ করেছেন জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস। সোমবার (১৪ ফেব্রুয়ারি) তিনি এ উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন স্টেফেন ডিজেরিক।
তিনি বলেন, গুতেরেস রাশিয়ার শীর্ষ কূটনীতিক সারগেই লাভরোভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার জন্য ফোনকলে কথা বলেন।
ডিজেরিক বলেন, ইউক্রেনের চলমান উত্তেজনা নিয়ে দুজনের কাছেই তিনি গভীর উদ্বেগের কথা জানান। এ সংকট নিরসনে তিনি কূটনীতিক আলোচনা জোরদারের তাগিদ দিয়েছেন। গুতেরেস বলেছেন, সংকট নিরসনে কূটনীতিক আলোচনার কোনো গুরুত্ব নেই।
ইউক্রেনে জাতিসংঘের এক হাজার ৬৬০ কর্মী রয়েছে। এরমধ্যে ২২০ জনই অন্য দেশের নাগরিক। ডিজেরিক বলেন, সে সব কর্মীকে প্রত্যাহার বা সরিয়ে নেওয়ার ব্যাপারে এখনো কোনো পরিকল্পনা নেই।
গত ২১ জানুয়ারি নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে একটি সংবাদ সম্মেলনে ডিজেরিক বলেছিলেন, রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমণ করবে, এটি জাতিসংঘ মহাসচিব বিশ্বাস করেন না।
এদিকে আগামী বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউক্রেন সংকট ও মিনস্ক চুক্তির ওপর একটি বার্ষিক সভা করার কথা রয়েছে।
অন্যদিকে ইউক্রেনে বৃহস্পতিবারের আগে অর্থাৎ আগামী বুধবার (১৬ ফেব্রুয়ারি) হামলা করতে পারে রাশিয়া। সম্ভাব্য এ হামলার অন্তর্বর্তী সময়ের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ১৬ ফেব্রুয়ারি ঐক্যের ডাক দিয়েছেন। ইউক্রেনবাসীকে তিনি এক হতে বলেছেন।
ইউক্রেন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে বলে আসছেন, রাশিয়া অনেকদিন ধরে তার দেশকে হুমকি দিলেও যেকোনো মুহূর্তে মস্কোর হামলার আশঙ্কাকে বাড়িয়ে প্রকাশ করছে পশ্চিমা মিত্ররা। এতে আতঙ্ক সৃষ্টি হচ্ছে।
ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই লক্ষাধিক সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে।
যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো। তবে যুক্তরাষ্ট্র বলছে, যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা করে বসতে পারে রাশিয়া।