সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » পুটখালী সীমান্তে ২ কোটি ৫০ লাখ টাকার সোনার বার উদ্ধার
পুটখালী সীমান্তে ২ কোটি ৫০ লাখ টাকার সোনার বার উদ্ধার
যশোরের পুটখালী সীমান্ত থেকে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে সোনাসহ তাদের আটক করা হয়। তারা হলেন মো. লিটন হোসেন (২৫) ও মো. হাফিজুর রহমান (২৮)।
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে যশোরের পুটখালী সীমান্ত দিয়ে সোনার বারের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে–এমন তথ্য পেয়ে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহীর নেতৃত্বে পুটখালী বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৬৮ আর পিলার থেকে তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা কেষ্টপুর গ্রামের পাকা রাস্তার ওপর তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় মোটরসাইকেল আরোহী মো. লিটন হোসেন ও মো. হাফিজুর রহমানকে ২০টি সোনার বারসহ আটক করা হয় এবং একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটক মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৯ লাখ ৫১ হাজার ৯০ টাকা।