শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কাঞ্চন-নিপুণদের শ্রদ্ধা
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কাঞ্চন-নিপুণদের শ্রদ্ধা
১৪৬ বার পঠিত
বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কাঞ্চন-নিপুণদের শ্রদ্ধা

---

ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানালেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন এবং তার প্যানেলের বিজয়ী সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়াও করেন শিল্পীরা।

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে এসময় সেখানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী চিত্রনায়িকা নিপুণ আক্তার, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন ইমন, কোষাধ্যক্ষ আজাদ, কার্যকরী সদস্য নায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা জেসমিনসহ অনেকে। আরও ছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ।

তবে সেখানে দেখা যায়নি মিশা-জায়েদ প্যানেলের জয়ী সদস্যদের কাউকেই। গত ৬ ফেব্রুয়ারি এফডিসিতে শপথ অনুষ্ঠানেও তারা ছিলেন না। বুধবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতেও তারা এলেন না। তবে কি তাদের আমন্ত্রণ জানানো হয়নি?

এ প্রসঙ্গে শিল্পী সমিতির নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, ‘আমরা সবাইকেই আসতে বলেছিলাম। কিন্তু শপথ নেননি বলে হয়তো তারা আসেননি। যদিও তাদের না আসার সঠিক কারণ আমরা জানি না। এ ব্যাপারে ওনারাই ভালো বলতে পারবেন।’

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এবার মিশা-জায়েদ প্যানেলের বিপক্ষে লড়াই করে কাঞ্চন-নিপুণ প্যানেল। সেখান থেকে দুইবারের সভাপতি মিশা সওদাগরকে হারিয়ে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন।

অন্যদিকে, ভোটের ফলাফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান টানা তৃতীয়বারের মতো জয়ী হলেও তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন নিপুণ। সেই অভিযোগ আমলে নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় নিপুণকে জয়ী ঘোষণা করে নির্বাচনী আপিল বোর্ড।

পরে আপিল বোর্ডের ঘোষণাকে অবৈধ দাবি করে গত সোমবার হাইকোর্টে আবেদন করেন জায়েদ খান। সেখানে একটি আদেশে আপিল বোর্ডের সিদ্ধান্ত বাতিল করে জায়েদকে তার পদে বহাল রাখা হয়। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে নিপুণ পরে আবেদন করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

সেই আপিলের প্রেক্ষিতে বুধবার হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিতের পাশাপাশি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করে আপিল বিভাগ। জানানো হয়, আপাতত এই পদে কেউই বসতে পারবেন না। আগামী ১৩ তারিখ ফুল বেঞ্চে শুনানি হবে। সেদিনই জানা যাবে কে বসবে সাধারণ সম্পাদকের চেয়ারে।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ