শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বাংলাদেশের সূচি চূড়ান্ত করেছে দক্ষিণ আফ্রিকা
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বাংলাদেশের সূচি চূড়ান্ত করেছে দক্ষিণ আফ্রিকা
১৩৯ বার পঠিত
বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের সূচি চূড়ান্ত করেছে দক্ষিণ আফ্রিকা

---

তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ, এটা আগেই জানা গিয়েছিল। এবার সিরিজের সূচিও চূড়ান্ত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

ওয়ানডে সিরিজ দিয়ে আগামী ১৮ মার্চ শুরু হবে দুই দলের লড়াই। পরের দুই ওয়ানডে ২০ ও ২৩ মার্চ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ এই সিরিজ।

এ ছাড়া ৩১ মার্চ শুরু প্রথম টেস্ট, ৮ এপ্রিল থেকে দ্বিতীয় টেস্ট। দেশটির ক্রিকেট বোর্ডের প্রেস রিলিজ থেকে জানা গেছে, প্রথম দুটি ওয়ানডে হবে সুপারস্পোর্ট পার্কে। এ ছাড়া সবশেষ ওয়ানডে হবে ইম্পেরিয়াল ওয়ান্ডারারসে।

পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে হতে যাওয়া দুই টেস্টের প্রথমটি হবে ডারবানে। এ ছাড়া দ্বিতীয়টি হবে কেবেরহাতে।

সবশেষ ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফর করেছিল বাংলাদেশ। সেবার এবং আগের সব সফর মিলিয়ে, কখনোই কোনো ম্যাচ জয়ের স্বাদ পায়নি টিম টাইগার্স। তিন সংস্করণ মিলিয়ে ১৯ ম্যাচের সবগুলোতেই জুটেছে হার।



আর্কাইভ