মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় ৪০ হাজার টাকাসহ ২ চোর গ্রেপ্তার
ফতুল্লায় ৪০ হাজার টাকাসহ ২ চোর গ্রেপ্তার
ফতুল্লায় সামরিক কর্মকর্তার বাসা থেকে চুরি যাওয়ার ৫দিনের মাথায় দেড় লক্ষাধিক টাকার মধ্যে চল্লিশ হাজার টাকাসহ দুই চোরকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো সিদ্ধিরগঞ্জ থানার এনায়েত নগরস্থ মাহাবুবের বাড়ীর ভাড়াটিয়া জসিম উদ্দিনের পুত্র শফিক (২৫) ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কাকের ভিটার ভুট্টু শেখের পুত্র মোরশেদ আলম(২০)।
সোমবার(৭ ফেব্রুয়ারী) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বিকেলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নারায়নগঞ্জ নাজমুল হাসান এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেস বিফ্রিংকালে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান, পরিদর্শক ( তদন্ত) তরিকুল ইসলাম, পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক।
তিনি সাংবাদিকদের জানান, বাসাটির লোকজন ঢাকায় থাকায় চলতি মাসের ২ তারিখ ভোর সাড়ে চারটা থেকে সাতটার মধ্যে অজ্ঞাতনামা তিন চোর মামলার বাদী মাহাবুব রহমানের হাজিগঞ্জস্থ হোল্ডিং-৩৬ নং বাড়ীর প্রাচীরের দেয়াল টপকে বাড়ীর ভিতরে প্রবেশ করে নিচতলার রুমের দরজা ভেঙ্গে ওয়ারড্রপ ও আলমারীর তালা ভেঙ্গে সেখানে থাকা নগদ দেড় লক্ষাধিক টাকা ও এক ভরি ওজনের স্বর্নালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দুই তারিখে মামলা হলে পুলিশ তদন্তে নামে।পরে সিসি ফুটেজ থেকে সনাক্ত করে নিজস্ব সোর্সের সহায়তায় সোমবার রাতে অভিযান চালিয়ে চুরি করা দেড় লক্ষাধিক টাকার মধ্যে ৪০ হাজার টাকা সহ শফিক ও মোরশেদ আলমকে গ্রেফতার করে পুলিশ।
চুরির ঘটনার সাথে জড়িত অপর চোরকে গ্রেফতারের চেস্টা সহ চুরিকৃত টাকা ও স্বর্নালংকার উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।