শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
N2N Online TV
সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সাকিবের টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি, লড়াকু সংগ্রহ বরিশালের
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সাকিবের টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি, লড়াকু সংগ্রহ বরিশালের
১১৪ বার পঠিত
সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাকিবের টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি, লড়াকু সংগ্রহ বরিশালের

---

চট্টগ্রাম পর্বের পরে সিলেট পর্বেও অর্ধশতক রানের ইনিংস খেললেন সাকিব আল হাসান। মাঝে বৃষ্টি বাধায় নামা হয়নি মিরপুরে। চলতি আসরে তার টানা দ্বিতীয় অর্ধশতক রানের ইনিংসের ওপর ভর করে ১৫৫ রানের লড়াকু সংগ্রহ পায় বরিশাল।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে বরিশালের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান। বরিশালের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। কুমিল্লার হয়ে ২২ রান খরচায় ২ উইকেট শিকার করেন তানভীর ইসলাম।

শীর্ষস্থান দখলের লড়াইয়ে সিলেটে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মারমুখী ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন ফরচুন বরিশালের দুই ওপেনার মুনিম শাহরিয়ার ও ক্রিস গেইল। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ৩২ রান। এদিন হতাশ করে টি-টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটার ক্রিস গেইল। ৮ বলে ১০ রান করে তানভীর ইসলামের ঘূর্ণিতে পরাস্ত হন তিনি।

গত আসরেও বিবর্ণ ছিলেন ৪২ বছর বয়সী এই তারকা। চার ম্যাচ খেলে করেছিলেন ১৪৪ রান। চলতি আসরে এখন পর্যন্ত ৫ ইনিংস খেলে ফেললেও কোনো ফিফটির দেখা পাননি। সব মিলিয়ে করেছেন মোটে ১১৭। এক সময়ে টি-টোয়েন্টির রাজা এখন যেন বরিশালের বোঝা হয়ে আছেন। গেইলের ম্লান পারফরম্যান্সে ইংল্যান্ড থেকে স্যাম হেইনকে উড়িয়ে এনেছে বরিশাল। তবে গেইলের উপর আস্থা রেখেই কুমিল্লার বিপক্ষে একাদশে তাকে রাখা হয়।

তবে ক্রিজের অন্যপ্রান্তে দাঁড়িয়ে ঝড় তুলতে থাকেন বিপিএলের চলতি আসরে অভিষিক্ত মুনিম। প্রথম সুযোগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১ রান করে ফিরে গেলেও এই ম্যাচে নিজেকে প্রমাণ প্রমাণ করেছেন। মঈন আলীর বলে ফিরে যাওয়ার আগে ২৫ বলে তিনি খেলেন ৪৫ রানের একটি বিধ্বংসী ইনিংস। ৪ চার ও ৩ ছক্কার মারে সাজানো ছিল তার ইনিংসটি। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আফগান টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের ওপেনার হিসেবে তাকে বিবেচনা করা যেতেই পারে।

ব্যর্থ নাজমুল হোসেন শান্তর পরে ক্রিজে নেমে স্বাচ্ছন্দ্যে ব্যাট চালাতে থাকেন ফরচুন অধিনায়ক সাকিব আল হাসান। তাকে ক্রিজে এসে সঙ্গ দেন তৌহিদ হৃদয়। দুজনে মিলে গড়েন ৬৭ রানের জুটি। করিম জানাতের বলে ক্যাচ তুলে দেয়ার আগে আসরে দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে নেন সাকিব। ৩৭ বল মোকাবিলায় ৪ চার ও ২ ছক্কার মারে তার ব্যাট থেকে আসে ৫০ রান। এর আগে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫০ রানের ইনিংস খেলেন সাকিব।

টাইগার অলরাউন্ডারের পরে ব্যাট হাতে নেমে ৫ বলে ১০ রানের ইনিংস খেলে মুস্তাফিজের শিকার হয়ে মাঠ ছাড়েন ডোয়াইন ব্রাভো। চলতি বিপিএলে ঢাকার বিপক্ষে ৩৩ রানের একটি ইনিংস বাদে আর কোনো ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি এই ক্যারিবীয় ব্যাটার। শেষদিকে হৃদয়ের ৩১ রানের ইনিংসে বরিশালের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৫৫ রান।

দুদিন বিরতি দিয়ে মাঠে ফিরেছে দেশের ক্রিকেটের ঝাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল। ঢাকা ও চট্টগ্রামপর্ব শেষে ক্রিকেটের আমেজ ছড়িয়ে দিতে এবার খেলা হবে সিলেটের মাঠে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি চলতি আসরে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল কুমিল্লা ও বরিশাল। ৬ ম্যাচে কুমিল্লার সংগ্রহ ৯ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা বরিশালেরও সংগ্রহ ৯ পয়েন্ট। যে দল জিতবে, তারাই উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে।



আর্কাইভ