শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » আবর্জনা থাকায় ২ কর্মকর্তাকে বহিষ্কার করলেন রেলমন্ত্রী
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » আবর্জনা থাকায় ২ কর্মকর্তাকে বহিষ্কার করলেন রেলমন্ত্রী
১৪৭ বার পঠিত
শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবর্জনা থাকায় ২ কর্মকর্তাকে বহিষ্কার করলেন রেলমন্ত্রী

---

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনের অংশে অব্যবস্থাপনা এবং আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে ক্ষোভ ঝেড়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এরই ধারাবাহিকতায় রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শামস মোহাম্মদ তুষার ও স্টেশন ব্যবস্থাপক রতন কুমার চৌধুরীকে সাময়িক বহিষ্কার করার নির্দেশ দেন তিনি।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রেলমন্ত্রী চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনের রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের বহুতল ভবন নির্মানের প্রস্তাবিত স্থান পরিদর্শনে যান। সেখান থেকে নতুন রেল স্টেশন পর্যন্ত গেলে অপরিচ্ছন্ন অংশ দেখতে পান। এ সময় অব্যবস্থাপনার বিষয়টিও মন্ত্রীর আসে। এরপরই তিনি দুজনকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেন।

এ বিষয়ে স্টেশন ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আজ রেলমন্ত্রী চট্টগ্রাম রেলস্টেশনে এসেছিলেন। রেলস্টেশনের অনেক দূরে ময়লা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় মন্ত্রী আমাকে ও ডিআরএমকে সাময়িক বহিষ্কারের কথা বলেন। এত দূরে যদি কেউ ময়লা-আবর্জনা ফেলে যায়, আমরা কী করতে পারি?



আর্কাইভ