শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে গেছে
ফতুল্লায় অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে গেছে
ফতুল্লার বাসস্ট্যান্ড সংলগ্ন ডিআইটি মাঠ এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় দুটি দোকান পুড়ে গেছে। শনিবার(৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানায়, বেলা সাড়ে এগারোটার দিকে বিকট একটি শব্দ হয়। এর পরপর ডিআইটি মাঠে অবস্থিত পেয়ার চৌধুরীর মালিকানাধীন পুরান কাপড়ের গোডাউন ও নজরুলের লেপ তোষক তৈরির দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেস্টা করে। পরে বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন সম্পূর্ণ নিশন্ত্রনে আনে।
বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলম হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।