শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের প্রকোপ
তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের প্রকোপ
পঞ্চগড়ে গত দুদিন থেকে সূর্যের দেখা নেই। গতকাল সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সেইসঙ্গে গতকাল ৮ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বাতাসের গতিবেগ কমে যায়। তবে জেলার কোথাও কোথাও এখনও হালকা বৃষ্টি হচ্ছে। আজ সকাল ৯টায় ১১ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
সরেজমিনে পঞ্চগড় পৌরসভা এলাকা ঘুরে দেখা গেছে বৃষ্টির কারণে নিম্ন আয়ের শ্রমিকরা দুর্ভোগে রয়েছেন। কারণ, শ্রমিকরা বাসা থেকে বের হতে পারছে না। এতে শ্রমিকদের আয় রোজগার কমে গেছে।
কৃষি বিভাগ জানিয়েছেন, বৃষ্টিতে জেলার বিভিন্ন জায়গায় ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। নিচু এলাকায় বোরো ধানের বীজতলা পানিতে ডুবে থাকলে ক্ষতির আশঙ্কা থাকে। বিশেষ করে জেলার দেবীগঞ্জ উপজেলায় সরিষার গাছগুলো হেলে গিয়ে মাটিতে পড়ে গেছে। আটোয়ারি ও বোদা উপজেলার বিভিন্ন খেত থেকে আলু উত্তোলন বৃষ্টির কারণে কিছুটা পিছিয়ে যাবে।
বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ জানিয়েছেন, যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে গম, ভুট্টা এবং বোরো ধানের জন্য উপকারে আসবে তবে এমন বৃষ্টি চলমান থাকলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে।