শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | পরিবেশ ও পর্যটন | শিরোনাম » মাঘেই ‘কালবৈশাখির’ রূপ, বৃষ্টিতে ভিজল ঢাকাও
মাঘেই ‘কালবৈশাখির’ রূপ, বৃষ্টিতে ভিজল ঢাকাও
মাঘের শীতের মধ্যে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। রাজধানীতেও নেমেছে বৃষ্টি, সেই সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস। দিনদুপুরে সন্ধ্যার আবহ বিরাজ করছে ঢাকায়।
বৃহস্পতিবার রাতেও (৩ ফেব্রুয়ারি) ঢাকায় বৃষ্টি হয়। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর না গড়াতেই কালবৈশাখির ঝোড়ো হাওয়ার সঙ্গে আঁধার ঘনিয়ে নেমে আসে বৃষ্টি।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্র ও শনিবার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা দুই-তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা যায়।
আবহাওয়া অধিদফতর বলছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এদিকে যশোরে আকস্মিক বৃষ্টি শুরু হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি বেড়েছে। যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির আবহাওয়া দফতরের তথ্য মতে, দুই ঘণ্টায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সারা দিন এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছে। বৃষ্টির সঙ্গে কনকনে ঠান্ডা বাতাসে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
বিশেষ করে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ। সলেমান শেখ নামে যশোর শহরের এক রিকশাচালক জানান, সকালে রোদ ছিল। হঠাৎ বৃষ্টি ও কনকনে বাতাসের কারণে শহরে মানুষের আনাগোনা কমেছে। ফলে আয়-রোজগার হচ্ছে না।বিশেষ করে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ।