শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

N2N Online TV
বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
৪৩২ বার পঠিত
বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

---

ভারতের পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে রাজ্যটিতে চলমান বিধিনিষেধ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পঞ্চম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু থাকবে এলাকাভিত্তিক ‘পাড়ায় শিক্ষালয়’। এছাড়া অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করতে পারবে। পাশাপাশি খুলবে বিশ্ববিদ্যালয়ও।

তবে বিধিনিষেধ চলাকালে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩১ জানুয়ারি দেওয়া ঘোষণায় মমতা আরও জানান, ৭৫ শতাংশ কর্মচারী নিয়ে খুলতে পারবে সরকারি-বেসরকারি অফিস, রেস্টুরেন্ট, বার, সিনেমা হল। পাশাপাশি একই পরিমাণ লোক নিয়ে ক্রীড়া কার্যক্রম, সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে। তবে রাজনৈতিক অনুষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ জন একসঙ্গে অংশ নিতে পারবে।

এদিকে, কলকাতা-বেঙ্গালুরুতে উড়োজাহাজ চলাচলের নিষেধাজ্ঞা ছাড়া অন্যান্য রুটের ওপর আরোপিত সকল বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তবে উড়োজাহাজের যাত্রী হতে হলে আরটিপিসিআর টেস্টে করোনা নেগেটিভ রির্পোট থাকতে হবে।



আর্কাইভ